مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
110 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : سَمِعْتُ الأَعْمَشَ، يَقُولُ : سَمِعْتُ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ، يَقُولُ : لا تَقُولُوا سُورَةُ الْبَقَرَةِ وَلا سُورَةُ كَذَا، فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ النَّخَعِيِّ، فَقَالَ : أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ , أَنَّهُ مَشَى مَعَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فِي بَطْنِ الْوَادِي، فَلَمَّا أَتَى الْجَمْرَةَ جَعَلَهَا عَنْ يَمِينِهِ , ثُمَّ اعْتَرَضَهَا فَرَمَاهَا، فَقُلْتُ لَهُ : يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ ! إِنَّ نَاسًا يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا، فَقَالَ : ` مِنْ هَاهُنَا , وَالَّذِي لا إِلَهَ غَيْرُهُ رَأَيْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ رَمَاهَا ` *
অনুবাদঃ আব্দুর রহমান ইবনে ইয়াযীদ (বলেন), তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর সাথে উপত্যকার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যখন তিনি জামরায় পৌঁছলেন, তখন সেটিকে নিজের ডান দিকে রাখলেন, অতঃপর সেটির দিকে মুখ করে কঙ্কর নিক্ষেপ করলেন। আমি তাঁকে বললাম, "হে আবু আব্দুর রহমান! কিছু লোক তো এর ওপর দিক থেকে কঙ্কর নিক্ষেপ করে।" তিনি বললেন: "এখান থেকেই (নিক্ষেপ করবে)! যাঁর ব্যতীত কোনো ইলাহ নেই, তাঁর কসম! আমি সেই সত্তাকে দেখেছি যাঁর উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তিনি এখান থেকেই কঙ্কর নিক্ষেপ করেছেন।"