الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (1234)


1234 - حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ : حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ : قَدِمْنَا مَكَّةَ صَبِيحَةَ رَابِعَةٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ، مَا صَنَعْتُ الَّذِي صَنَعْتُ، قَالَ : وَأَمَرَ أَصْحَابَهُ أَنْ يُحِلُّوا، فَقَالُوا : حِلُّ مَاذَا ؟ قَالَ : الْحِلُّ كُلُّ الْحِلِّ، دَخَلَتِ الْعُمْرَةُ فِي الْحَجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ` *




অনুবাদঃ জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা (যুলহাজ্জ মাসের) চতুর্থ দিনের সকালে মক্কায় পৌঁছলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “যদি আমি আমার ভবিষ্যতের বিষয়টি আগে থেকে জানতে পারতাম, তবে আমি যা করেছি তা করতাম না।” তিনি তাঁর সাহাবীগণকে ইহরাম শেষ করে (হালাল হয়ে যেতে) আদেশ দিলেন। তারা জিজ্ঞেস করলেন: “কিসের হালাল হওয়া?” তিনি বললেন: “সম্পূর্ণরূপে হালাল হওয়া। কিয়ামত দিবস পর্যন্ত উমরাহ হজ্জের মধ্যে প্রবেশ করে গেল।”