مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
136 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَارِزًا لِلنَّاسِ إِذْ أَتَاهُ رَجُلٌ يَمْشِي، فَقَالَ : يَا مُحَمَّدُ، ` مَا الإِيمَانُ ؟، قَالَ : أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ، وَتُؤُمِنَ بِالْبَعْثِ الآخِرِ `، قَالَ : يَا رَسُولَ اللَّهِ، فَمَا الإِسْلامُ قَالَ : ` لا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ `، قَالَ : يَا مُحَمَّدُ، فَمَا الإِحْسَانُ ؟ قَالَ : ` أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ `، قَالَ : يَا مُحَمَّدُ، فَمَتَى السَّاعَةُ ؟ فَقَالَ : ` مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ وَسَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتِ الْمَرْأَةُ رَبَّتَهَا، وَرَأَيْتَ الْحُفَاةَ رُءُوسَ النَّاسِ، فِي خَمْسٍ لا يَعْلَمُهُنَّ إِلا اللَّهُ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ سورة لقمان آية الآية، ثُمَّ انْصَرَفَ الرَّجُلُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` رُدُّوهُ، الْتَمِسُوهُ `، فَلَمْ يَجِدُوهُ، فَقَالَ : ` ذَاكَ جِبْرِيلُ جَاءَ لِيُعَلِّمَ النَّاسَ دِينَهُمْ ` *
অনুবাদঃ আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে উন্মুক্ত স্থানে ছিলেন, এমন সময় হেঁটে এক ব্যক্তি তাঁর কাছে এসে বলল: হে মুহাম্মাদ, ঈমান কী?\\r\\n\\r\\nতিনি বললেন: তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর রাসূলগণ এবং তাঁর সাথে সাক্ষাৎ-এ বিশ্বাস স্থাপন করবে, আর আখিরাতের পুনরুত্থানে বিশ্বাস করবে।\\r\\n\\r\\nসে বলল: হে আল্লাহর রাসূল, তবে ইসলাম কী? তিনি বললেন: তুমি তাঁর (আল্লাহর) সাথে কোনো কিছুকে শরীক করবে না, ফরয সালাত কায়েম করবে, ফরয যাকাত আদায় করবে এবং রমযানে সওম পালন করবে।\\r\\n\\r\\nসে বলল: হে মুহাম্মাদ, তবে ইহসান কী? তিনি বললেন: তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাঁকে দেখছ, আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে (মনে রাখবে) তিনি তোমাকে দেখছেন।\\r\\n\\r\\nসে বলল: হে মুহাম্মাদ, কিয়ামত কখন হবে? তিনি বললেন: এ বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্নকারী অপেক্ষা বেশি অবগত নয়। তবে আমি তোমাকে এর কিছু নিদর্শনাবলি সম্পর্কে বলব: যখন নারী তার মনিবকে (বা কর্ত্রীকে) প্রসব করবে এবং যখন তুমি দেখবে যে খালি পায়ের লোকেরা মানুষের নেতা হয়েছে। (কিয়ামত এমন) পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে, যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। (এরপর তিনি তিলাওয়াত করলেন) "নিশ্চয় আল্লাহ্র কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন..." (সূরা লুকমান, ৩১:৩৪ আয়াতের প্রথম অংশ)।\\r\\n\\r\\nএরপর লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তাকে ফিরিয়ে আনো, তাকে খুঁজে দেখো। কিন্তু তারা তাকে পেল না। তখন তিনি বললেন: এ তো ছিলেন জিবরীল, যিনি এসেছিলেন মানুষকে তাদের দীন শিক্ষা দিতে।