الحديث


مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ





مسند إسحاق بن راهويه (137)


137 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا لأَصْحَابِهِ : ` سَلُونِي `، فَهَابُوهُ أَنْ يَسْأَلُوهُ، فَجَاءَ رَجُلٌ حَتَّى وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، فَقَالَ يَا مُحَمَّدُ، أَخْبِرْنِي عَنِ الإِيمَانِ، فَذَكَرَ مِثْلَهُ وَزَادَ، وَيُؤْمِنُ بِالْبَعْثِ وَبِالْقَدَرِ كُلِّهِ، وَيَقُولُ فِي كُلِّ مَسْأَلَةٍ : صَدَقْتَ، وَقَالَ : ` إِذَا رَأَيْتَ الْحُفَاةَ الْعُرَاةَ الصُّمَّ الْبُكُمَ مُلُوكَ الأَرْضِ، وَرَأَيْتَ رِعَاءَ الْبَهْمِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ، وَقَالَ فِيهِ : أَنْ تَخْشَى اللَّهَ كَأَنَّكَ تَرَاه ` . وَقَالَ : فِي الْحديث هَذَا جِبْرِيلُ، قَالَ أَبُو زُرْعَةَ : أَرَادَ أَنْ تَعْلَمُوا أَنْ تَسْأَلُوهُ *




অনুবাদঃ আবু হুরায়রাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের বললেন, ‘তোমরা আমাকে জিজ্ঞাসা করো।’ তখন তারা তাঁকে জিজ্ঞাসা করতে ভয় পেলেন। অতঃপর এক ব্যক্তি এসে তাঁর হাঁটুর ওপর হাত রাখল এবং বলল, ‘হে মুহাম্মাদ, আমাকে ঈমান সম্পর্কে বলুন।’ (তিনি তাকে ঈমানের বিবরণ দিলেন) এবং এর সাথে অতিরিক্ত বললেন: (তুমি) পুনরুত্থানের প্রতি ঈমান আনবে এবং তাকদীরের (ভাগ্যের) সব কিছুর প্রতি ঈমান রাখবে। (সেই ব্যক্তি) প্রতিটি প্রশ্নের উত্তরে বলছিল: আপনি সত্য বলেছেন।\\r\\nতিনি (নবী ﷺ) বললেন, ‘যখন তুমি দেখতে পাবে যে, উলঙ্গ-পা, বস্ত্রহীন, মূক ও বধিররা পৃথিবীর শাসক হয়েছে, এবং তুমি দেখতে পাবে যে, ছাগলের রাখালরা সুউচ্চ অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে।’\\r\\nএবং তিনি (ইহসান সম্পর্কে) বললেন: তুমি আল্লাহকে এমনভাবে ভয় করবে যেন তুমি তাঁকে দেখছো।\\r\\nআর তিনি (রাসূল ﷺ) বললেন: এই ব্যক্তিটি ছিলেন জিবরীল (আ.)।