مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
154 - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ وَعِنْدَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ، فَنَاوَلُوهُ الذِّرَاعَ وَكَانَ أَحَبَّ الشَّاةِ إِلَيْهِ، فَنَهَشَ نَهْشَةً، فَذَكَرَ مِثْلَ حَدِيثِ عُمَارَةَ، وَقَالَ فِي الْحَدِيثِ فِي ذِكْرِ عِيسَى وَلَمْ يَذْكُرْ ذَنْبًا، وَقَالَ : ` مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ كَمَا بَيْنَ بُصْرَى و َمَكَّةَ أَوْ مَكَّةَ وَهَجَرَ ` *
অনুবাদঃ আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোশত আনা হলো, আর তাঁর কাছে তাঁর কিছু সাহাবী উপস্থিত ছিলেন। অতঃপর তারা তাঁকে (বকরির) বাহু খেতে দিলেন, আর তা ছিল তাঁর কাছে বকরির সবচেয়ে প্রিয় অংশ। তখন তিনি তা থেকে এক কামড় খেলেন।\\r\\n\\r\\nএরপর (বর্ণনাকারী) উমারা’র হাদীসের অনুরূপ বর্ণনা করলেন। হাদীসে ঈসা আলাইহিস সালাম-এর উল্লেখ প্রসঙ্গে (তিনি) পাপের কথা উল্লেখ করেননি। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: (জান্নাতের) দুই দরজার মাঝখানের দূরত্ব বুসরা ও মক্কার মধ্যবর্তী দূরত্বের ন্যায়, অথবা মক্কা ও হাজারের (Hajar) মধ্যবর্তী দূরত্বের ন্যায়।