مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
185 - أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدُ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ : سَمِعْتُ أَبِي، يَقُولُ : نا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنِ الْفُرَاتِ الْقزَّازِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ إِذَا مَاتَ نَبِيٌّ قَامَ نَبِيٌّ مَكَانَهُ، وَإِنَّهُ لا نَبِيَّ بَعْدِي `، قَالُوا : فَمَا يَكُونُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : ` خُلَفَاءُ، وَيَكْثُرُوَا، فَأَدُّوا إِلَيْهِمْ حَقَّهُمْ، وَسَلُوا اللَّهَ الَّذِي لَكُمْ ` *
অনুবাদঃ আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: নিশ্চয় বনী ইসরাঈলকে তাদের নবীগণ পরিচালনা করতেন। যখন কোনো নবী মারা যেতেন, তখন তাঁর স্থলে অন্য নবী এসে দাঁড়াতেন। আর নিশ্চয়ই আমার পরে কোনো নবী নেই। তাঁরা (সাহাবীগণ) বললেন, "হে আল্লাহর রাসূল! তাহলে কী হবে?" তিনি বললেন: "খলীফাগণ (দায়িত্ব পালন করবে), এবং তারা সংখ্যায় অনেক হবে। সুতরাং তোমরা তাদের প্রতি তাদের প্রাপ্য হক আদায় করে দাও এবং আল্লাহর কাছে তোমাদের প্রাপ্য চেয়ে নাও।"