الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (34)


34 - حَدَّثنا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنِ ابْنِ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ , أَنَّهُ خَطَبَ لِلنَّاسِ بِالْجَابِيَةِ، فَقَالَ : قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَقِيَامِي فِيِكُمْ، فَقَالَ : ` أَكْرِمُوا أَصْحَابِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَظْهَرُ الْكَذِبُ، حَتَّى يَشْهَدَ الرَّجُلُ وَلَمْ يُسْتَشْهَدْ، وَيَحْلِفُ وَلَمْ يُسْتَحْلَفْ، أَلا لا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ فَإِنَّ ثَالِثُهُمَا الشَّيْطَانُ، أَلا وَمَنْ سَرَّتْهُ بَحْبَحَةُ الْجَنَّةِ، فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ، فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْفَذِّ وَهُوَ مِنَ الاثْنَيْنِ أَبْعَدُ، أَلا وَمَنْ سَرَّتْهُ حَسَنَتُهُ، وَسَاءَتْهُ سَيِّئَتُهُ فَهُوَ مُؤْمِنٌ ` *




অনুবাদঃ উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি জাবিয়া নামক স্থানে লোকদের উদ্দেশ্যে খুতবা দিতে গিয়ে বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে এমনভাবে দাঁড়ালেন যেমন আমি তোমাদের মাঝে দাঁড়িয়েছি, অতঃপর তিনি বললেন: “তোমরা আমার সাহাবীগণকে সম্মান করো, অতঃপর যারা তাদের নিকটবর্তী (তাবেঈন), অতঃপর যারা তাদের নিকটবর্তী (তাবে তাবেঈন)। এরপর মিথ্যার বিস্তার ঘটবে, এমনকি একজন লোক সাক্ষী দেবে যদিও তাকে সাক্ষী দিতে বলা হয়নি, এবং সে কসম করবে যদিও তাকে কসম করতে বলা হয়নি। সাবধান! কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে না থাকে। কেননা তাদের তৃতীয়জন হয় শয়তান। সাবধান! জান্নাতের কেন্দ্রীয় অংশ (বা প্রশস্ত স্থান) যাকে আনন্দিত করে, সে যেন জামাআতের (মুসলিম ঐক্যের) সাথে লেগে থাকে। কেননা শয়তান একাকী ব্যক্তির সাথে থাকে, আর সে (শয়তান) দুজন থেকে দূরে থাকে। সাবধান! যার নেকি তাকে আনন্দিত করে এবং তার গুনাহ তাকে কষ্ট দেয়, সে-ই মুমিন।”