الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (33)


33 - حَدَّثنا سُفْيَانُ، عَنْ مِسْعَرٍ , وَغَيْرِهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ : قَالَ رَجُلٌ مِنَ الْيَهُودِ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ : ` لَوْ عَلَيْنَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ : الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلامَ دِينًا سورة المائدة آية، لاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا، فَقَالَ عُمَرُ : إِنِّي لأَعْلَمُ أَيَّ يَوْمٍ نَزَلَتْ هَذِهِ الآيَةُ : نَزَلَتْ يَوْمَ عَرَفَةَ، وَفِي يَوْمِ جُمُعَةٍ ` *




অনুবাদঃ ত্বারিক ইবনু শিহাব বলেন: ইয়াহুদিদের মধ্য থেকে একজন লোক উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলল: যদি এই আয়াতটি আমাদের উপর নাযিল হতো— "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম"— তবে আমরা সেই দিনটিকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন: আমি নিশ্চিতভাবে জানি এই আয়াতটি কোন দিন নাযিল হয়েছিল। এটি আরাফার দিনে এবং জুমুআর দিনে নাযিল হয়েছিল।