مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
37 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : حَدَّثنا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ، قَالَ : تَوَضَّأَ عُثْمَانُ عَلَى الْمَقَاعِدِ ثَلاثًا ثَلاثًا، قَالَ : هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، ثُمَّ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ : ` مَا مِنْ رَجُلٍ يَتَوَضَّأُ، فَيُحْسِنُ الْوُضُوءَ , ثُمَّ يُصَلِّي، إِلا غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاةِ الأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا ` *
অনুবাদঃ হুমরান, উসমান (রাদিয়াল্লাহু আনহু)-এর আযাদকৃত গোলাম, থেকে বর্ণিত। তিনি বলেন: উসমান (রাদিয়াল্লাহু আনহু) বসার স্থানে বসে ওযু করলেন এবং (ওযুর অঙ্গসমূহ) তিনবার করে ধুলেন। তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এভাবেই ওযু করতে দেখেছি। এরপর তিনি (উসমান) বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: “যে কোনো ব্যক্তি ওযু করে এবং সুন্দরভাবে ওযু করে, অতঃপর সালাত আদায় করে, সেই সালাত এবং পরবর্তী সালাতের মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা করে দেন, যতক্ষণ না সে পরবর্তী সালাত আদায় করে।”