مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
5 - حَدَّثنا سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ : حَدَّثني أَخِي عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ جَدِّهِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ : مَا حَدَّثَنِي مُحَدِّثٌ حَدِيثًا لَمْ أَسْمَعْهُ أَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلا أَمَرْتُهُ أَنْ يُقْسِمَ بِاللَّهِ لَهُوَ سَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلا أَبُو بَكْرٍ، فَإِنَّهُ كَانَ لا يَكْذِبُ، فَحَدَّثَنِي أَبُو بَكْرٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` مَا ذَكَرَ عَبْدٌ ذَنْبًا أَذْنَبَهُ، فَقَامَ حِينَ يَذْكُرُ ذَنْبَهُ ذَلِكَ، فَيَتَوَضَّأُ، فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ اسْتَغْفَرَ اللَّهَ لِذَنْبِهِ ذَلِكَ إِلا غُفِرَ لَهُ ` *
অনুবাদঃ আলী ইবনে আবী তালিব (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন: কোনো বর্ণনাকারী যদি এমন কোনো হাদীস বর্ণনা করত যা আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনিনি, তবে আমি তাকে আল্লাহ্র নামে কসম করতে বলতাম যে, সে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে—তবে আবূ বকর ব্যতীত। কারণ তিনি মিথ্যা বলতেন না। আবূ বকর (রাদিয়াল্লাহু আনহু) আমাকে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন:
যখনই কোনো বান্দা কোনো গুনাহ করে এবং যখন তার সেই গুনাহের কথা মনে পড়ে, তখন সে দাঁড়িয়ে যায়, উত্তমরূপে ওযু করে, অতঃপর দুই রাকাত সালাত আদায় করে, অতঃপর সেই গুনাহের জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার) করে—তখন তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া হয়।