مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
65 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : حَدَّثنا الزُّهْرِيُّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ : اشْتَكَى أَبُو الرَّدَّادِ، فَعَادَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَقَالَ أَبُو الرَّدَّادِ : إِنَّ أَخْيَرَهُمْ وَأَوْصَلَهُمْ مَا عَلِمْتُ أَبُو مُحَمَّدٍ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` يَقُولُ اللَّهُ : أَنَا اللَّهُ , وَأَنَا الرَّحْمَنُ، خَلَقْتُ الرَّحِمَ، وَاشْتَقَقْتُ لَهَا اسْمًا مِنِ اسْمِي، فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ ` *
অনুবাদঃ আবু আর-রাদাদ অসুস্থ হলেন। আব্দুর রহমান ইবনু আওফ (রাদিয়াল্লাহু আনহু) তাকে দেখতে গেলেন। তখন আবু আর-রাদাদ বললেন: আমি যতদূর জানি, তাদের মধ্যে উত্তম এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো আবু মুহাম্মাদ। তখন আব্দুর রহমান ইবনু আওফ (রাদিয়াল্লাহু আনহু) বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন: ‘আমি আল্লাহ এবং আমিই রহমান। আমি আত্মীয়তার বন্ধন (রাহিম) সৃষ্টি করেছি এবং এর নাম আমার নাম থেকে উৎপন্ন করেছি। যে ব্যক্তি এর সম্পর্ক রক্ষা করবে, আমি তার সাথে আমার সম্পর্ক রাখব। আর যে তা ছিন্ন করবে, আমি তাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেব।’