الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (91)


91 - ثُمَّ قَالَ عَبْدُ اللَّهِ : مَا وُجِدَ مِنْ نَاقِصِ الْعَقْلِ وَالدِّينِ أَغْلَبَ لِلرِّجَالِ ذَوِي الرَّأْيِ عَلَى أُمُورِهِمْ مِنَ النِّسَاءِ، قَالَ : فَقِيلَ : يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، وَمَا نُقْصَانُ عَقْلِهَا وَدِينِهَا ؟ قَالَ : ` أَمَّا نُقْصَانُ عَقْلِهَا فَجَعَلَ اللَّهُ شَهَادَةَ امْرَأَتَيْنِ بِشَهَادَةِ رَجُلٍ، وَأَمَّا نُقْصَانُ دِينِهَا فَإِنَّهَا تَمْكُثُ كَذَا يَوْمًا لا تُصَلِّي لِلَّهِ سَجْدَةً ` *




অনুবাদঃ আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) বললেন: জ্ঞান ও ধর্মের দিক থেকে (আপেক্ষিকভাবে) ঘাটতিপূর্ণ হওয়া সত্ত্বেও নারীদের চেয়ে অন্য কাউকে আমি চিন্তাশীল পুরুষদের ওপর তাদের বিভিন্ন বিষয়ে এত বেশি প্রভাবশালী হতে দেখিনি। এরপর তাঁকে জিজ্ঞাসা করা হলো: হে আবূ আব্দুর রহমান! তাদের জ্ঞান ও ধর্মের ঘাটতি কী? তিনি বললেন: তাদের জ্ঞানের ঘাটতি হলো— আল্লাহ তাআলা দু’জন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষ্যের সমান করেছেন। আর তাদের ধর্মের ঘাটতি হলো— তারা এমন কিছু দিন অতিবাহিত করে যখন তারা আল্লাহর জন্য একটিও সিজদা (সালাত) করে না।