الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (96)


96 - حَدَّثنا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ ` أَنَّ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ أَتَتِ ابْنَ مَسْعُودٍ، فَقَالَتْ لَهُ : بَلَغَنِي أَنَّكَ لَعَنْتَ ذَيْتَ وَذَيْتَ، وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ، وَإِنِّي قَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَلَمْ أَجِدِ الَّذِي تَقُولُ، وَإِنِّي لأَظُنُّ عَلَى أَهْلِكَ مِنْهَا، فَقَالَ لَهَا عَبْدُ اللَّهِ : فَادْخُلِي وَانْظُرِي، فَدَخَلَتْ وَنَظَرَتْ، فَلَمْ تَرَ شَيْئًا، قَالَ : فَقَالَ لَهَا عَبْدُ اللَّهِ : أَمَا قَرَأْتِ : وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا سورة الحشر آية، قَالَتْ : بَلَى ! قَالَ : فَهُوَ ذَلِكَ ` *




অনুবাদঃ বনু আসাদ গোত্রের একজন মহিলা আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এসে তাঁকে বললেন: আমার নিকট খবর পৌঁছেছে যে আপনি এমন এমন কাজ, আর যে নারী উল্কি করে ও যার জন্য উল্কি করা হয় (ওয়াসিমাহ ও মুসতাওশিমাহ), তাদেরকে লানত করেছেন। আমি তো আল-কুরআন (দুই মলাটের মধ্যবর্তী কিতাব) পাঠ করেছি, কিন্তু আপনি যা বলছেন তা পাইনি। আমি এও মনে করি যে আপনার পরিবারের মহিলাদের মধ্যে হয়তো এর কেউ আছে।

তখন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, "তুমি প্রবেশ করো এবং দেখো।" অতঃপর সে প্রবেশ করল ও দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না।

আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, "তুমি কি পড়োনি: 'রাসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন, তা থেকে বিরত থাকো।' (সূরা আল-হাশর, আয়াত ৭)।"

সে বলল, "হ্যাঁ, পড়েছি।" তিনি বললেন, "তাহলে ওটাই (রাসূলের নিষেধই যথেষ্ট)।"