الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (36)


36 - قَالَ أَبُو سَعِيدٍ: فَقَالَ لِي زَعِيمٌ مِنْهُمْ كَبِيرٌ: لَا، وَلَكِنْ لَمَّا خَلَقَ اللَّهُ الْخَلْقَ، يَعْنِي السَّمَوَاتِ وَالْأَرْضَ وَمَا فِيهِنَّ، سَمَّى ذَلِكَ كُلَّهُ عَرْشًا لَهُ، وَاسْتَوَى عَلَى جَمِيعِ ذَلِكَ كُلِّهِ.




অনুবাদঃ আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত: তখন তাদের মধ্য থেকে একজন বড় নেতা আমাকে বলল: না, কিন্তু যখন আল্লাহ্‌ সৃষ্টিকে সৃষ্টি করলেন—অর্থাৎ আসমানসমূহ, যমীন এবং সেগুলোর মধ্যে যা কিছু আছে—তিনি সে সব কিছুর নাম দিলেন তাঁর আরশ, এবং তিনি সে সব কিছুর উপরে ‘ইস্তিওয়া’ (প্রতিষ্ঠিত) করলেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]