الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (46)


46 - قَالَ أَبُو سَعِيدٍ رَحِمَهُ اللَّهُ: فَفِي مَا ذَكَرْنَا مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَفِي هَذِهِ الْأَحَادِيثِ بَيَانٌ بَيِّنٌ أَنَّ الْعَرْشَ كَانَ مَخْلُوقًا قَبْلَ مَا سِوَاهُ مِنَ الْخَلْقِ، وَأَنَّ مَا ادَّعَى فِيهِ هَؤُلَاءِ الْمُعَطِّلَةُ تَكْذِيبٌ بِالْعَرْشِ، وَتَخَرُّصٌ بِالْبَاطِلِ، وَلَوْ شِئْنَا أَنْ نَجْمَعَ فِي تَحْقِيقِ الْعَرْشِ كَثِيرًا مِنْ أَحَادِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ وَالتَّابِعِينَ لَجَمَعْنَا، وَلَكِنْ عَلِمْنَا أَنَّهُ خَلُصَ عِلْمُ ذَلِكَ وَالْإِيمَانُ بِهِ إِلَّا النِّسَاءِ وَالصِّبْيَانِ، إِلَّا إِلَى هَذِهِ الْعِصَابَةِ الْمُلْحِدَةِ فِي آيَاتِ اللَّهِ، طَهَّرَ اللَّهُ مِنْهُمْ بِلَادَهُ، وَأَرَاحَ مِنْهُمْ عِبَادَهُ




অনুবাদঃ আবু সাঈদ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

মহান আল্লাহ্‌র কিতাব (কুরআন মাজীদ) থেকে আমরা যা উল্লেখ করেছি এবং এই হাদীসসমূহে— সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, আরশ অন্যান্য সকল সৃষ্টির পূর্বে সৃষ্ট হয়েছিল। আর এই মু'আত্তিলারা (যারা আরশের বাস্তবতা অস্বীকার করে) এ বিষয়ে যা দাবি করে, তা আরশকে মিথ্যা সাব্যস্ত করা এবং বাতিলের ওপর নির্ভর করা ভিত্তিহীন অনুমান মাত্র। আমরা যদি আরশের বাস্তবতা প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর, তাঁর সাহাবীগণ এবং তাবেঈনদের থেকে বহু হাদীস একত্রিত করতে চাইতাম, তবে আমরা তা অবশ্যই পারতাম। কিন্তু আমরা জানি যে, এর জ্ঞান ও এর প্রতি ঈমান নারী ও শিশু ছাড়া সকলের কাছে সুপ্রতিষ্ঠিত ছিল— শুধু আল্লাহ্‌র নিদর্শনসমূহে সন্দেহ পোষণকারী এই দলটি ব্যতীত। আল্লাহ যেন তাদের থেকে তাঁর দেশসমূহকে পবিত্র করেন এবং তাঁর বান্দাদের তাদের থেকে স্বস্তি দান করেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]