الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
71 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، ثنا أَبِي، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ، عَنْ جُبَيْرِ بْنِ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: جَاءَ رَجُلٌ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ هَلَكَتِ الْمَوَاشِي، وَنُهِكَتِ الْأَمْوَالُ، وَإِنَّا نِسْتَشْفِعُ بِكَ عَلَى اللَّهِ، وَبِاللَّهِ عَلَيْكَ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَعْرَابِيُّ، وَيْحَكَ، وَهَلْ تَدْرِي مَا تَقُولُ؟ إِنَّ اللَّهَ أَعْظَمُ مِنْ أَنْ يُسْتَشْفَعَ عَلَيْهِ بِأَحَدٍ مِنْ خَلْقِهِ، إِنَّ اللَّهَ فَوْقَ عَرْشِهِ، فَوْقَ سَمَوَاتِهِ، وَسَمَوَاتُهُ فَوْقَ أَرَضِيهِ مِثْلُ الْقُبَّةِ - وَأَشَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ مِثْلَ الْقُبَّةِ - وَإِنَّهُ لَيَئِطُّ أَطِيطَ الرَّحْلِ بِالرَّاكِبِ»
অনুবাদঃ জুবাইর ইবনে মুত’ইম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন: একজন বেদুঈন ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসলো, অতঃপর সে বললো: “হে মুহাম্মাদ! গবাদি পশু ধ্বংস হয়ে গেছে, আর সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা আপনার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ চাইছি, আর আপনার উপর আল্লাহর কসম, অতএব, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন।” অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “হে বেদুঈন! তোমার জন্য আফসোস! তুমি কি জানো তুমি কী বলছো? নিশ্চয় আল্লাহ এত মহান যে, তাঁর সৃষ্টির কারো দ্বারা তাঁর কাছে সুপারিশ করা হবে। নিশ্চয় আল্লাহ তাঁর আরশের উপরে আছেন, তাঁর সকল আসমানের উপরে আছেন, আর তাঁর আসমানগুলো তাঁর যমীনগুলোর উপরে গম্বুজের মতো।” – আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর হাত দ্বারা গম্বুজের মতো ইঙ্গিত করলেন – “আর নিশ্চয়ই তা (আরশ) আরোহণকারীর দ্বারা পালান (সওয়ারীর আসন) যেমন ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে, তেমনি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে।”
[নোটঃ AI দ্বারা অনূদিত]