الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী
92 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ لِلَّهِ مَلَائِكَةً يَتَعَاقَبُونَ فِيكُمْ، فَإِذَا كَانَتْ صَلَاةُ الْفَجْرِ نَزَلَتْ مَلَائِكَةُ النَّهَارِ، فَشَهِدُوا مَعَكُمُ الصَّلَاةَ، وَصَعِدَتْ مَلَائِكَةُ اللَّيْلِ، وَمَكَثَتْ فِيكُمْ مَلَائِكَةُ النَّهَارِ، فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: مَا تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ؟، فَيَقُولُونَ: جِئْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَتَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، فَإِذَا كَانَتْ صَلَاةُ الْعَصْرِ نَزَلَتْ مَلَائِكَةُ اللَّيْلِ فَشَهِدُوا مَعَكُمُ الصَّلَاةَ، ثُمَّ صَعِدَتْ مَلَائِكَةُ النَّهَارِ، وَمَكَثَتْ مَعَكُمْ مَلَائِكَةُ اللَّيْلِ " قَالَ: " فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ فَيَقُولُ: مَا تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ؟ " قَالَ: " فَيَقُولُونَ: جِئْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَتَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ قَالَ: فَحَسِبْتُهُ أَنَّهُ قَالَ: «فَاغْفِرْ لَهُمْ يَوْمَ الدِّينِ»
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই আল্লাহর এমন ফেরেশতাগণ রয়েছেন যারা তোমাদের মাঝে পালাক্রমে আগমন করেন। যখন ফজরের সালাতের সময় হয়, তখন দিনের ফেরেশতারা অবতরণ করেন এবং তোমাদের সাথে সালাতে উপস্থিত হন, আর রাতের ফেরেশতারা উপরে উঠে যান। এবং দিনের ফেরেশতারা তোমাদের মাঝে অবস্থান করেন। অতঃপর তাদের রব—যদিও তিনি তাদের সম্পর্কে সর্বাধিক অবগত—তাদেরকে জিজ্ঞেস করেন: তোমরা আমার বান্দাদেরকে কী করতে দেখলে? তখন তারা বলেন: আমরা তাদের কাছে এসেছিলাম যখন তারা সালাত আদায় করছিল, আর আমরা তাদের ছেড়ে এসেছি যখন তারা সালাত আদায় করছিল। অতঃপর যখন আসরের সালাতের সময় হয়, তখন রাতের ফেরেশতারা অবতরণ করেন এবং তোমাদের সাথে সালাতে উপস্থিত হন, এরপর দিনের ফেরেশতারা উপরে উঠে যান, আর রাতের ফেরেশতারা তোমাদের সাথে অবস্থান করেন।" তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: "অতঃপর তাদের রব—যদিও তিনি তাদের সম্পর্কে সর্বাধিক অবগত—তাদেরকে জিজ্ঞেস করেন, তিনি বলেন: তোমরা আমার বান্দাদেরকে কী করতে দেখলে?" তিনি বলেন: "তখন তারা বলেন: আমরা তাদের কাছে এসেছিলাম যখন তারা সালাত আদায় করছিল, আর আমরা তাদের ছেড়ে এসেছি যখন তারা সালাত আদায় করছিল।" তিনি (বর্ণনাকারী) বলেন: আমি ধারণা করি যে, তিনি (রাসূল সাঃ) বলেছেন: "অতএব কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দাও।"
[নোটঃ AI দ্বারা অনূদিত]