السنن الصغير للبيهقي
Al-Sunan Al-Saghir lil-Bayhaqi
আল-সুনান আস-সগীর লিল-বায়হাক্বী
3481 - وَرُوِّينَا عَنْ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، قَالَ: اشْتَرَتْنِي امْرَأَةٌ، فَكَاتَبَتْنِي عَلَى أَرْبَعِينَ أَلْفَ دِرْهَمٍ، فَأَدَّيْتُ إِلَيْهَا عَامَّةَ ذَلِكَ ثُمَّ حَمَلْتُ مَا بَقِيَ إِلَيْهَا، فَقَالَتْ: لَا وَاللَّهِ حَتَّى آخُذَهُ مِنْكَ شَهْرًا بِشَهْرٍ وَسَنَةً بِسَنَةٍ، فَخَرَجْتُ بِهِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ عُمَرُ: «ادْفَعْهُ إِلَى بَيْتِ الْمَالِ،» ثُمَّ بَعَثَ إِلَيْهَا، وَقَالَ: «هَذَا مَالُكِ وَقَدْ عُتِقَ أَبُو سَعِيدٍ، فَإِنْ شِئْتِ فَخُذِي شَهْرًا بِشَهْرٍ وَسَنَةً بِسَنَةٍ»، قَالَ: فَأَرْسَلَتْ فَأَخَذَتْهُ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْإِسْفَرَائِينِيُّ، أنا أَبُو عَلِيٍّ السَّرَخْسِيُّ، أنا أَبُو بَكْرِ بْنُ زِيَادٍ، أنا أَبُو الزِّنْبَاعِ، أنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، أنا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ حَدَّثَهُ، عَنْ أَبِيهِ، فَذَكَرَهُ وَرُوِّينَا مَعْنَى هَذَا عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، رَضِيَ اللَّهُ عَنْهُ
অনুবাদঃ আবু সাঈদ আল-মাকবুরী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: একজন মহিলা আমাকে ক্রয় করেন এবং চল্লিশ হাজার দিরহামের বিনিময়ে আমার সাথে কিতাবাহ (মুক্তির চুক্তি) করেন। আমি এর বেশিরভাগ অর্থই তাকে পরিশোধ করে দিয়েছিলাম। এরপর বাকি যে অর্থটুকু ছিল, তা নিয়ে আমি তার কাছে গেলাম।
তখন সে বলল: "আল্লাহর কসম! না, আমি তোমার কাছ থেকে মাস হিসেবে মাসে মাসে এবং বছর হিসেবে বছরে বছরে (অর্থাৎ চুক্তির কিস্তি অনুযায়ী) না নেওয়া পর্যন্ত তা গ্রহণ করব না।"
তখন আমি সেই অর্থ নিয়ে উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে গেলাম এবং বিষয়টি তাকে জানালাম। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "তুমি তা বাইতুল মালে (রাষ্ট্রীয় কোষাগারে) জমা দিয়ে দাও।"
এরপর তিনি সেই মহিলার কাছে লোক পাঠালেন এবং বললেন: "এই হলো আপনার সম্পদ, আর আবু সাঈদ তো মুক্ত হয়ে গিয়েছেন। এখন আপনি যদি চান, তবে মাস হিসেবে মাসে মাসে এবং বছর হিসেবে বছরে বছরে তা গ্রহণ করতে পারেন।"
তিনি (আবু সাঈদ) বলেন: অতঃপর সে লোক পাঠিয়ে সেই অর্থ গ্রহণ করল।