الحديث


البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী





البعث والنشور للبيهقي (521)


521 - حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَخْبَرَنِي أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ، ثنا إِسْحَاقُ بْنُ الْحَسَنِ، ثنا أَبُو حُذَيْفَةَ، ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، وَسُئِلَ، عَنْ هَذِهِ: {تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ} [المرسلات: 32] ، قَالَ: كُنَّا فِي الْجَاهِلِيَّةِ بِقَصْرِ ذِرَاعَيْنِ أَوْ ثَلَاثَةٍ، فَنَرْفَعُهُ فِي الشِّتَاءِ، فَنُسَمِّيهِ الْقَصْرَ " قَالَ: وَسَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، وَسُئِلَ عَنْ -[293]- {جِمَالَتٌ صُفْرٌ} [المرسلات: 33] ، قَالَ: حِبَالُ السُّفُنِ يُجْمَعُ بَعْضُهَا إِلَى بَعْضٍ حَتَّى يَكُونَ كَأَوْسَطِ الرِّجَالِ " أَخْرَجَهُمَا الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ مِنْ حَدِيثِ سُفْيَانَ




অনুবাদঃ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (আব্দুর রহমান ইবনে আবিস) বলেন: আমি ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে শুনতে পেলাম, যখন তাঁকে এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল: "সে প্রাসাদ-সদৃশ স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে" [আল-মুরসালাত: ৩২], তিনি বললেন: জাহেলিয়াতের যুগে আমাদের এমন কাঠ বা লাঠির কাঠামো ছিল, যা ছিল দুই বা তিন হাত লম্বা, যা আমরা শীতকালে উঁচু করে রাখতাম, আর আমরা সেটিকে ‘আল-কাসর’ নামে ডাকতাম। তিনি বলেন: এবং আমি ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে শুনতে পেলাম, যখন তাঁকে "{হলুদ উটের সারি}" [আল-মুরসালাত: ৩৩] সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বললেন: (এগুলি হলো) নৌকার দড়ি, যা একটার পর আরেকটা একসাথে জমা করা হয়, এমনকি তা মানুষের মাঝখানের (গড়নের) মতো (মোটা) হয়ে যায়।