البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
552 - أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي، أَنْبَأَ أَبُو الْحَسَنِ الطَّرَائِفِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَلْحَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ: {كَالْمُهْلِ} [الكهف: 29] ، يَقُولُ: اسْوَدَّ كَمُهْلِ الزَّيْتِ، وَفِي قَوْلِهِ: {شُرْبَ الْهِيمِ} [الواقعة: 55] ، يَقُولُ: شُرْبُ الْإِبِلِ الْعِطَاشِ، وَفِي قَوْلِهِ: {غِسْلِينٍ} [الحاقة: 36] ، يَقُولُ: صَدِيدُ أَهْلِ النَّارِ، وَفِي قَوْلِهِ: {مِنْ ضَرِيعٍ} [الغاشية: 6] ، يَقُولُ: شَجَرٌ مِنْ نَارٍ " وَقَالَ: فِي رِوَايَةِ عَطِيَّةَ عَنْهُ: الضَّرِيعُ: الشِّبْرِقُ
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী: {কালমুহল} [সূরা কাহাফ: ২৯] সম্পর্কে তিনি বলেন: তা তেল বা আলকাতরার তলানির মতো কালো হবে। আর তাঁর বাণী: {শুর্বাল-হীম} [সূরা ওয়াকিয়া: ৫৫] সম্পর্কে তিনি বলেন: তা পিপাসার্ত উটের পান। আর তাঁর বাণী: {গিসলীন} [সূরা হাক্কাহ: ৩৬] সম্পর্কে তিনি বলেন: তা হলো জাহান্নামবাসীদের পুঁজ। আর তাঁর বাণী: {মিন দারী’} [সূরা গাশিয়াহ: ৬] সম্পর্কে তিনি বলেন: তা হলো আগুনের গাছ। এবং আতিয়্যাহ কর্তৃক তাঁর (ইবনু আব্বাস) থেকে বর্ণিত অপর এক রিওয়ায়াতে তিনি বলেছেন: 'আদ-দারী’' হলো 'আশ-শিবরিক' নামক কাঁটাগাছ।