البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
597 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَنْبَأَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ الْقَاضِي، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ، ثنا آدَمُ بْنُ أَبِي إِيَاسَ عن الْمَسْعُودِيُّ، عَنْ يُونُسَ بْنِ خَبَّابٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: " إِذَا بَقِيَ فِي النَّارِ مَنْ يُخَلَّدُ فِيهَا جُعِلُوا فِي تَوَابِيتَ مِنْ نَارٍ، فِيهَا مَسَامِيرُ مِنْ نَارٍ، ثُمَّ جُعِلَتْ تِلْكَ التَّوَابِيتُ فِي تَوَابِيتَ مِنْ نَارٍ، ثُمَّ جُعِلَتْ تِلْكَ التَّوَابِيتُ فِي تَوَابِيتَ مِنْ نَارٍ، ثُمَّ قُذِفُوا فِي أَسْفَلَ الْجَحِيمِ، فَيَرَوْا أَنَّهُ لَا يُعَذَّبُ فِي النَّارِ أَحَدٌ غَيْرَهُمْ، ثُمَّ تَلَا ابْنُ مَسْعُودٍ: {لَهُمْ فِيهَا زَفِيرٌ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ} [الأنبياء: 100]
অনুবাদঃ ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেন: যখন জাহান্নামে সেই ব্যক্তিরা অবশিষ্ট থাকবে যারা সেখানে চিরকাল থাকবে, তখন তাদেরকে আগুনের সিন্দুকসমূহের (তাবুতসমূহের) মধ্যে রাখা হবে, যার মধ্যে থাকবে আগুনের পেরেকসমূহ। অতঃপর সেই সিন্দুকগুলোকে আগুনের সিন্দুকসমূহের মধ্যে রাখা হবে, অতঃপর সেই সিন্দুকগুলোকে (পুনরায়) আগুনের সিন্দুকসমূহের মধ্যে রাখা হবে, অতঃপর তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। তখন তারা মনে করবে যে, তারা ছাড়া জাহান্নামে আর কাউকে আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর ইবনে মাসউদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তিলাওয়াত করেন: "তাদের জন্য সেখানে আছে আর্তনাদ, এবং তারা সেখানে শুনতে পাবে না।" (সূরা আল-আম্বিয়া: ১০০)।