مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম
25 - نا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ ، قَالَ : نا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ النَّهْدِيُّ , قَالَ : نا إِسْرَائِيلُ ، عَنْ عَامِرِ بْنِ شَقِيقٍ ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ , قَالَ : “ رَأَيْتُ عُثْمَانَ بْنِ عَفَّانَ تَوَضَّأَ ، فَغَسَلَ كَفَّيْهِ ثَلاثًا ، وَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلاثًا ، وَغَسَلَ وَجْهَهُ ثَلاثًا ، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلاثًا ، وَمَسَحَ رَأْسَهُ وَأُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا ، وَخَلَّلَ لِحْيَتَهُ ثَلاثًا ، وَغَسَلَ قَدَمَيْهِ ثَلاثًا ، وَخَلَّلَ أَصَابِعَ قَدَمَيْهِ ثَلاثًا “ . وَقَالَ : “ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا فَعَلْتُ “ . يُقَالُ : هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . *
অনুবাদঃ শقيق ইবনু সালামাহ বলেন: আমি উসমান ইবনু আফ্ফান (রাদিয়াল্লাহু আনহু)-কে উযূ করতে দেখলাম। তিনি তাঁর দুই হাতের কবজি তিনবার ধুলেন, কুলি করলেন এবং নাকে পানি দিলেন তিনবার, তাঁর মুখমণ্ডল ধুলেন তিনবার, তাঁর দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, তিনি তাঁর মাথা এবং দুই কান বাহির ও ভেতর উভয় দিক দিয়ে মাসেহ করলেন, এবং তিনবার তাঁর দাড়ির মধ্যে খেলাল করলেন, তাঁর দুই পা তিনবার ধুলেন, আর তিনবার তাঁর পায়ের আঙ্গুলসমূহের মধ্যে খেলাল করলেন। এরপর তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ঠিক যেভাবে আমি উযূ করলাম, সেভাবে উযূ করতে দেখেছি।