جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
12 - حَدَّثَنَا قَاسِمُ بْنُ مُحَمَّدٍ، نا خَالِدُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرٍو قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سِنْجَرٍ قَالَ: أَخْبَرَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ثنا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ هُرْمُزَ قَالَ: كَتَبَ نَجْدَةُ إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ عَنْ خَمْسِ خِلَالٍ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: " إِنَّ النَّاسَ -[21]- يَقُولُونَ: إِنَّ ابْنَ عَبَّاسٍ يُكَاتِبُ الْحَرُورِيَّةَ وَلَوْلَا أَنِّي أَخَافُ أَنْ أَكْتُمَ عِلْمًا مَا كَتَبْتُ إِلَيْهِ «وَذَكَرَ الْحَدِيثَ»
অনুবাদঃ ইয়াযীদ ইবনু হুরমুয (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাজদাহ (আল-হারূরী) ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট চিঠি লিখলেন। তাতে তিনি তাঁকে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, “নিশ্চয়ই লোকেরা বলে যে, ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হারূরিয়্যাদের (খারিজিদের) সাথে পত্র যোগাযোগ করেন। কিন্তু যদি আমি ইলম (জ্ঞান) গোপন করার ভয় না করতাম, তবে আমি তাকে চিঠি লিখতাম না।” [এরপর তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন।]