الحديث


جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





جامع بيان العلم وفضله (34)


34 - حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، نا قَاسِمٌ، نا ابْنُ وَضَّاحٍ، نا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ الْحَضْرَمِيُّ قَالَ: سُئِلَ مَالِكُ بْنُ أَنَسٍ وَأَنَا أَسْمَعُ، عَنِ الْحَدِيثِ الَّذِي يُذْكَرُ فِيهِ « طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ» فَقَالَ: مَا أَحْسَنَ طَلَبَ الْعِلْمِ وَلَكِنْ فَرِيضَةً فَلَا "




অনুবাদঃ মুহাম্মাদ ইবনু মু’আবিয়া আল-হাদরামী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি শুনতে পেলাম, মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ)-কে সেই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যেখানে উল্লেখ আছে, ‘জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরয।’ তখন তিনি বললেন: জ্ঞান অন্বেষণ করা কতই না উত্তম! কিন্তু (তা) ফরয—এমন নয়।