صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
55 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحَائِطٍ مِنْ حِيطَانِ مَكَّةَ، أَوِ الْمَدِينَةِ فَسَمِعَ صَوْتَ إِنْسَانَيْنِ يُعَذَّبَانِ فِي قُبُورِهِمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ» ، ثُمَّ قَالَ: «بَلَى كَانَ أَحَدُهُمَا لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيمَةِ» ، ثُمَّ دَعَا بِجَرِيدَةٍ فَكَسَرَهَا كَسْرَتَيْنِ، فَوَضَعَ عَلَى كُلِّ قَبْرٍ مِنْهُمَا كَسْرَةً، فَقِيلَ لَهُ: لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ تَيْبَسَا» أَوْ: «إِلَى أَنْ يَيْبَسَا» -[33]-.
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বা মদীনার কোনো একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দু'জন মানুষের শব্দ শুনতে পেলেন, যাদেরকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "তাদেরকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বড় (গুরুত্বপূর্ণ পাপ)-এর কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে না।" অতঃপর তিনি বললেন: "তবে হ্যাঁ, তাদের একজন পেশাবের (অপবিত্রতা) থেকে নিজেকে বাঁচাতো না, আর অন্যজন চোগলখোরি করে বেড়াতো।" এরপর তিনি একটি তাজা খেজুর ডাল চাইলেন এবং তা দু'টুকরো করে ভেঙে ফেললেন। অতঃপর সেই দু'টুকরোর একটি করে তাদের দুজনের কবরের ওপর রাখলেন। তাঁকে জিজ্ঞেস করা হলো: আপনি কেন এমন করলেন? তিনি বললেন: "সম্ভবত এই ডাল দু'টি শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আযাব হালকা করা হবে।" অথবা (তিনি বললেন): "ডাল দু'টি না শুকানো পর্যন্ত।"