الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (103)


103 - أخبرنَا قُتَيْبَة بن سعيد قَالَ ثَنَا عبد الْعَزِيز عَن سُهَيْل عَن أَبِيه عَن أبي هُرَيْرَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ على حراء هُوَ وَأَبُو بكر وَعمر وَعُثْمَان وَعلي وَطَلْحَة وَالزُّبَيْر فتحركت الصَّخْرَة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اهده فَمَا عَلَيْك إِلَّا نَبِي أَو صديق أَو شَهِيد




অনুবাদঃ (১০৩) আমাদেরকে খবর দিয়েছেন কুতাইবা ইবনু সাঈদ, তিনি বলেছেন, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন আব্দুল আযীয, সুহাইল থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে।

যে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হেরা পর্বতের উপরে ছিলেন। তিনি এবং আবূ বকর, উমার, উসমান, আলী, তালহা ও যুবাইর (রাঃ)। তখন পাথরটি নড়ে উঠল (কেঁপে উঠল)। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "স্থির হও! কেননা তোমার উপরে তো একজন নবী, অথবা একজন সিদ্দীক, অথবা একজন শহীদ ছাড়া আর কেউ নেই।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]