فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
104 - أخبرنَا مُحَمَّد بن الْعَلَاء قَالَ أَنا ابْن إِدْرِيس قَالَ أَنا حُصَيْن عَن هِلَال بن يسَاف عَن عبد الله بن ظَالِم
وَعَن سُفْيَان بن مَنْصُور عَن هِلَال عَن عبد الله بن ظَالِم وَذكر سُفْيَان رجلا فِيمَا بَينه وَبَين عبد الله بن ظَالِم قَالَ سَمِعت سعيد بن زيد قَالَ لما قدم مُعَاوِيَة الْكُوفَة أَقَامَ مُغيرَة بن شُعْبَة خطباء يتناولون عليا فَأخذ بيَدي سعيد بن زيد فَقَالَ أَلا ترى هَذَا الظَّالِم الَّذِي يَأْمر بلعن رجل من أهل الْجنَّة فَأشْهد على التِّسْعَة أَنهم فِي الْجنَّة وَلَو شهِدت على الْعَاشِر قلت من التِّسْعَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ على حراء أثبت إِنَّه لَيْسَ عَلَيْك إِلَّا نَبِي أَو صديق أَو شَهِيد قَالَ وَمن التِّسْعَة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَبُو بكر وَعمر وَعُثْمَان وَعلي وَطَلْحَة وَالزُّبَيْر وَسعد وَعبد الرَّحْمَن قلت من الْعَاشِر قَالَ أَنا
الزبير بن الْعَوام رَضِي الله عَنهُ
অনুবাদঃ ১০৪ – আমাদেরকে খবর দিয়েছেন মুহাম্মাদ ইবনুল আলা, তিনি বলেন: আমাদেরকে (খবর দিয়েছেন) ইবনু ইদ্রীস, তিনি বলেন: আমাদেরকে (খবর দিয়েছেন) হুসাইন, তিনি হিলাল ইবনে ইয়াসাফ থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে জালিম থেকে।
এবং সুফিয়ান ইবনে মানসূর থেকেও, তিনি হিলাল থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে জালিম থেকে। আর সুফিয়ান তার এবং আব্দুল্লাহ ইবনে জালিমের মাঝে (আরেক) এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন: আমি সাঈদ ইবনে যায়দ (রা.)-কে বলতে শুনেছি, যখন মু'আবিয়া (রা.) কুফায় আসলেন, তখন মুগীরা ইবনে শু'বা (রা.) এমন খতীবদের দাঁড় করালেন, যারা আলী (রা.)-এর নিন্দা করত (বা বিষোদগার করত)। তখন সাঈদ ইবনে যায়দ (রা.) আমার হাত ধরে বললেন: তুমি কি এই জালিমকে দেখছো না, যে এমন একজন জান্নাতবাসীকে লা'নত করার (অভিশাপ দেওয়ার) নির্দেশ দিচ্ছে? অতএব আমি এই নয়জন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে, তারা জান্নাতে যাবেন। এমনকি আমি যদি দশম ব্যক্তির ব্যাপারেও সাক্ষ্য দিতাম (তাহলেও সঠিক হতো)।
আমি বললাম: ঐ নয়জন কে? তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের উপর থাকা অবস্থায় বলেছিলেন: "দৃঢ় থাকো (হে হেরা)! কারণ তোমার উপরে একজন নবী, অথবা একজন সিদ্দীক, অথবা একজন শহীদ ছাড়া আর কেউ নেই।"
তিনি বললেন: আর সেই নয়জন হলেন— রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর (রা.), উমার (রা.), উসমান (রা.), আলী (রা.), তালহা (রা.), যুবাইর (রা.), সা’দ (রা.) ও আব্দুর রহমান (রাদিয়াল্লাহু আনহুম)।
আমি বললাম: দশম জন কে? তিনি বললেন: আমি (সাঈদ ইবনে যায়দ)।
(তিনি হলেন) যুবাইর ইবনুল আওয়াম (রাদিয়াল্লাহু আনহু)।
[নোটঃ AI দ্বারা অনূদিত]