الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (105)


105 - أخبرنَا مُعَاوِيَة بن صَالح قَالَ أَنا زَكَرِيَّاء بن عدي قَالَ أَنا عَليّ بن مسْهر عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن مَرْوَان قَالَ لَا إخَاله يتهم علينا قَالَ أصَاب عُثْمَان رُعَاف سنة الرعاف فَقيل لَهُ اسْتخْلف فَقَالَ فَقَالُوا الزبير فَقَالَ أما وَالله وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن كَانَ لأخيرهم وأحبهم إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم




অনুবাদঃ ১০৫ - আমাদেরকে মু'আবিয়া ইবনু সালিহ জানিয়েছেন, তিনি বলেন, আমাদেরকে যাকারিয়্যা ইবনু আদী জানিয়েছেন, তিনি বলেন, আমাদেরকে আলী ইবনু মুসহির জানিয়েছেন, তিনি হিশাম ইবনু উরওয়াহ থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি মারওয়ান থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি মনে করি না যে আমাদের উপর [বর্ণনার ক্ষেত্রে] তাকে অভিযুক্ত করা হয়েছিল। তিনি বললেন, উসমান (রা.) রূ'আফের (নাক দিয়ে রক্ত ঝরার) বছরে রূ'আফে আক্রান্ত হন। অতঃপর তাঁকে বলা হলো, আপনি খলীফা মনোনীত করুন। তিনি (উসমান) বললেন, অতঃপর তারা (লোকজন) বললেন, (তিনি হলেন) যুবাইর। অতঃপর তিনি বললেন, আল্লাহ্‌র কসম! সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ! তিনি (যুবাইর) নিশ্চয়ই তাদের মধ্যে সর্বোত্তম ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট তাঁদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন।

[নোটঃ AI দ্বারা অনূদিত]