الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (107)


107 - أخبرنَا الْقَاسِم بن زَكَرِيَّا قَالَ أَنا أَبُو أُسَامَة عَن هِشَام بن عُرْوَة وسُفْيَان بن سعيد عَن مُحَمَّد بن الْمُنْكَدر عَن جَابر قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من يأتينا بِخَبَر الْقَوْم فَقَالَ الزبير أَنا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لكل نَبِي حواريا وحواري الزبير




অনুবাদঃ ১০৭ - আল-কাসিম ইবনে যাকারিয়্যা আমাদের জানিয়েছেন, তিনি বলেন, আবু উসামাহ আমাদের (জানিয়েছেন) হিশাম ইবনে উরওয়াহ এবং সুফিয়ান ইবনে সাঈদ থেকে, তাঁরা মুহাম্মাদ ইবনুল মুনকাদির থেকে, তিনি জাবির (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "কে আমাদেরকে কওমের (শত্রুদলের) খবর এনে দেবে?" তখন যুবাইর (রা.) বললেন, "আমি।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "নিশ্চয়ই প্রত্যেক নবীর একজন একান্ত অনুগামী (হুওয়ারি) থাকে, আর আমার একান্ত অনুগামী হলো যুবাইর।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]