فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
فضائل الصحابة للنسائي (108)
108 - أخبرنَا أَحْمد بن حَرْب قَالَ ثَنَا أَبُو مُعَاوِيَة عَن هِشَام عَن ابْن الْمُنْكَدر عَن جَابر بن عبد الله قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الزبير هُوَ ابْن عَمَّتي وحواري من أمتِي
অনুবাদঃ ১০৮ - আমাদের খবর দিয়েছেন আহমাদ ইবনু হারব। তিনি বলেছেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন আবূ মু‘আবিয়াহ, তিনি হিশামের সূত্রে, তিনি ইবনু মুনকাদির-এর সূত্রে, তিনি জাবির ইবনু আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু)-এর সূত্রে (বর্ণনা করেন)। তিনি (জাবির) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যুবাইর হলেন আমার ফুফুর ছেলে এবং আমার উম্মতের মধ্যে আমার হাওয়ারী (বিশেষ সাথী)।"
[নোটঃ AI দ্বারা অনূদিত]