فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
57 - أخبرنَا مُحَمَّد بن الْمثنى قَالَ أَنا وهب بن جرير قَالَ أَنا أبي قَالَ سَمِعت مُحَمَّد بن أبي يَعْقُوب يحدث عَن الْحسن بن سعد عَن عبد الله بن جَعْفَر أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أمْهل آل جَعْفَر ثَلَاثًا أَن يَأْتِيهم ثمَّ أَتَاهُم فَقَالَ لَا تبكوا أخي بعد الْيَوْم ثمَّ قَالَ ايتوني بني أخي فجيء بِنَا كأنا أفراخ فَأمر بحلق رؤوسنا ثمَّ قَالَ أما مُحَمَّد فشبيه عمنَا أبي طَالب وَأما عبد الله فشبيه خلقي وَخلقِي ثمَّ أَخذ بيَدي ثمَّ قَالَ اللَّهُمَّ اخلف جعفرا فِي أَهله وَبَارك لعبد الله فِي صَفْقَة يَمِينه اللَّهُمَّ اخلف جعفرا فِي أَهله وَبَارك لعبد الله فِي صَفْقَة يَمِينه اللَّهُمَّ اخلف جعفرا فِي أَهله وَبَارك لعبد الله فِي صَفْقَة يَمِينه
فَضَائِل الْحسن وَالْحُسَيْن ابْني عَليّ بن أبي طَالب رَضِي الله عَنْهُمَا وَعَن أبي أبويهما
অনুবাদঃ ৫৭ - আমাদের খবর দিয়েছেন মুহাম্মাদ ইবনুল মুছান্না, তিনি বলেন, আমাদের জানিয়েছেন ওয়াহব ইবনু জারীর, তিনি বলেন, আমাদের জানিয়েছেন আমার পিতা, তিনি বলেন, আমি শুনেছি মুহাম্মাদ ইবনু আবী ইয়া'কূবকে হাদীস বর্ণনা করতে, আল-হাসান ইবনু সা'দ থেকে, তিনি আবদুল্লাহ ইবনু জা'ফর (রাঃ) থেকে।
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জা'ফরের পরিবারের কাছে তিন দিনের অবকাশ দিলেন যে তিনি তাদের নিকট আসবেন। অতঃপর তিনি তাদের কাছে আসলেন এবং বললেন: "আজকের পরে আমার ভাইয়ের জন্য আর কেঁদো না।" এরপর তিনি বললেন: "আমার ভাইপোদের (আমার ভাইয়ের সন্তানদের) আমার কাছে নিয়ে এসো।" তখন আমাদের আনা হলো, যেন আমরা ছোট পাখির ছানা। অতঃপর তিনি আমাদের মাথা মুণ্ডন করার (চুল কেটে ফেলার) আদেশ দিলেন। এরপর তিনি বললেন: "আর মুহাম্মাদ (ছেলেটি), সে আমাদের চাচা আবূ ত্বালিবের মতো দেখতে। আর আবদুল্লাহ (ছেলেটি), সে আমার দৈহিক আকৃতি (খলক্ব) ও আমার চারিত্রিক আচরণের (খুলুক্ব) মতো।" এরপর তিনি আমার হাত ধরলেন এবং বললেন: "হে আল্লাহ! জা'ফরের পরিবারের মধ্যে তাঁর স্থলাভিষিক্ত হও এবং আবদুল্লাহর ডান হাতের ব্যবসায় বরকত দাও। হে আল্লাহ! জা'ফরের পরিবারের মধ্যে তাঁর স্থলাভিষিক্ত হও এবং আবদুল্লাহর ডান হাতের ব্যবসায় বরকত দাও। হে আল্লাহ! জা'ফরের পরিবারের মধ্যে তাঁর স্থলাভিষিক্ত হও এবং আবদুল্লাহর ডান হাতের ব্যবসায় বরকত দাও।"
আলী ইবনু আবী ত্বালিবের দুই ছেলে হাসান ও হুসাইন (রাদিয়াল্লাহু আনহুমা)-এর এবং তাদের বাবা-মায়ের মর্যাদা।
[নোটঃ AI দ্বারা অনূদিত]