الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (86)


86 - أخبرنَا أَحْمد بن سُلَيْمَان قَالَ أَنا عَفَّان قَالَ أَنا وهيب قَالَ حَدثنِي مُوسَى بن عقبَة قَالَ أَنا سَالم أَنه سمع عبد الله بن عمر يحدث عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه لَقِي زيد بن عَمْرو بن نفَيْل بِأَسْفَل بلدح قبل أَن ينزل عَلَيْهِ الْوَحْي فَقدم إِلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سفرة فِيهَا لحم فَأبى أَن يَأْكُل مِنْهَا ثمَّ قَالَ إِنِّي لَا آكل مِمَّا تذبحون على أصنامكم وَلَا آكل إِلَّا مَا ذكر إسم الله عَلَيْهِ
حدث بِهَذَا عبد الله بن عمر عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
سعيد بن زيد بن عَمْرو بن نفَيْل رَضِي الله عَنهُ




অনুবাদঃ ৮৬ - আমাদেরকে খবর দিয়েছেন আহমাদ ইবনু সুলাইমান, তিনি বলেন, আমাদেরকে জানিয়েছেন আফ্ফান, তিনি বলেন, আমাদেরকে জানিয়েছেন উহাইব, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন মূসা ইবনু উক্ববা, তিনি বলেন, আমাকে জানিয়েছেন সালিম, যে, তিনি (সালিম) আবদুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছেন যে, তিনি (রাসূলুল্লাহ সাঃ) যায়িদ ইবনু আমর ইবনু নুফাইল-এর সাথে বালদাহ-এর নিম্নভূমিতে সাক্ষাৎ করেছিলেন, তাঁর (রাসূলুল্লাহ সাঃ)-এর উপর ওহী নাযিল হওয়ার পূর্বে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর (যায়িদের) দিকে একটি দস্তরখান পেশ করলেন, যাতে গোশত ছিল। কিন্তু তিনি তা থেকে খেতে অস্বীকার করলেন। এরপর তিনি বললেন, "আমি তা থেকে আহার করি না যা তোমরা তোমাদের দেব-দেবীর নামে যবেহ করে থাকো, এবং আমি শুধু তা-ই আহার করি, যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে।"

আবদুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন।

সাঈদ ইবনু যায়িদ ইবনু আমর ইবনু নুফাইল (রাদিয়াল্লাহু আনহু)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]