الحديث


ترتيب الأمالي الخميسية
Tartibul Amalil Khamisiyyah
তারতীবুল আমালীল খামিসিয়্যাহ





ترتيب الأمالي الخميسية (80)


80 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرٍ الْمُقْرِيَّ، يَقُولُ: دَخَلَ سَائِلٌ جَامِعَ مِصْرَ وَسَأَلَ فَلَمْ يعْطَ شَيْئًا، فَأَنْشَدَ، يَقُولُ: «
إِذَا عَقَدَ الْقَضَاءُ عَلَيْكَ أَمْرًا … فَلَيْسَ يَحُلُّهُ غَيْرُ الْقَضَاءِ
فَمَا لَكَ وَالْمُقَامُ بِدَارِ هَوْنٍ … فَأَرْضُ اللَّهِ وَاسِعَةُ الْفَضَاءِ
» .




অনুবাদঃ আবু বকর আল-মুক্রি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

একবার একজন ভিক্ষুক মিসরের জামে মসজিদে প্রবেশ করে কিছু চাইল। কিন্তু তাকে কিছুই দেওয়া হলো না। তখন সে কবিতা আবৃত্তি করে বলল:

যখন আল্লাহ্‌র ফয়সালা তোমার উপর কোনো কিছু চাপিয়ে দেয়,
তখন সেই ফয়সালা ছাড়া আর কেউই তা খুলতে পারে না।
তবে তুমি আর কেন এই লাঞ্ছনার ঘরে অবস্থান করবে?
আল্লাহ্‌র জমিন তো বিস্তীর্ণ ও সুপ্রশস্ত।