مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18688 - وَعَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا ". قَالُوا: زِدْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " لِكُلِّ رَجُلٍ سَبْعُونَ أَلْفًا ". قَالُوا: زِدْنَا يَا رَسُولَ اللَّهِ، وَكَانَ عَلَى كَثِيبٍ فَحَثَا بِيَدَيْهِ، قَالُوا: زِدْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " هَذِهِ " فَحَثَا بِيَدَيْهِ، قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، أَبْعَدَ اللَّهُ مَنْ دَخَلَ النَّارَ بَعْدَ هَذَا»، رَوَاهُ أَبُو يَعْلَى.
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমার উম্মত থেকে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে।" তারা বললো: হে আল্লাহর রাসূল! আমাদের জন্য সংখ্যা বৃদ্ধি করুন। তিনি বললেন: "প্রত্যেক ব্যক্তির জন্য (আরও) সত্তর হাজার (ব্যক্তি)।" তারা বললো: হে আল্লাহর রাসূল! আমাদের জন্য সংখ্যা বৃদ্ধি করুন। তিনি তখন একটি বালির টিলার উপর ছিলেন এবং তিনি তাঁর দু'হাত দিয়ে (মুঠো ভরে) ইশারা করলেন। তারা বললো: হে আল্লাহর রাসূল! আমাদের জন্য সংখ্যা আরও বৃদ্ধি করুন। তিনি বললেন: "এই যে।" এই বলে তিনি তাঁর দু'হাত দিয়ে ইশারা করলেন। তারা বললো: হে আল্লাহর নবী! এরপরও যে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাকে (জান্নাত থেকে) দূরে রাখুন।