مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18689 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ [عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ] قَالَ: «سَأَلْتُ رَبِّي - عَزَّ وَجَلَّ - فَوَعَدَنِي أَنْ يَدْخُلَ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، فَاسْتَزَدْتُهُ فَزَادَنِي مَعَ كُلِّ أَلْفٍ سَبْعِينَ أَلْفًا، فَقُلْتُ: أَيْ رَبِّ، إِنْ لَمْ يَكُنْ هَؤُلَاءِ مُهَاجِرَ أُمَّتِي؟ قَالَ: إِذًا أُكْمِلُهُمْ لَكَ مِنَ الْأَعْرَابِ» ". قُلْتُ: لَهُ حَدِيثٌ فِي الصَّحِيحِ بِاخْتِصَارٍ.
رَوَاهُ أَحْمَدُ، وَرِجَالُهُ رِجَالُ
الصَّحِيحِ.
অনুবাদঃ আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমি আমার মহান রবের কাছে চাইলাম। অতঃপর তিনি আমাকে ওয়াদা দিলেন যে আমার উম্মতের সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে, তারা পূর্ণিমা রাতে চাঁদের মতো উজ্জ্বল হবে। এরপর আমি তাঁর কাছে আরও বৃদ্ধির আবেদন জানালাম, তখন তিনি আমাকে প্রতি হাজারের সাথে সত্তর হাজার করে বাড়িয়ে দিলেন। তখন আমি বললাম, 'হে প্রভু, যদি এরা আমার উম্মতের মুহাজির না হয়?' তিনি বললেন, 'তাহলে আমি তাদের তোমার জন্য মরুচারী (বেদুইন) আরবদের মধ্য থেকে পূর্ণ করে দেব'।"