مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18690 - وَعَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ: «خُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَسَمِعْتُ رَجَّةَ النَّاسِ وَهُمْ يَقُولُونَ: آيَةٌ وَنَحْنُ يَوْمَئِذٍ فِي فَارِعٍ، فَخَرَجْتُ مُتَلَفِّعَةً بِقَطِيفَةٍ لِلزُّبَيْرِ حَتَّى دَخَلْتُ عَلَى عَائِشَةَ وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَائِمٌ يُصَلِّي بِالنَّاسِ. قُلْتُ: فَذَكَرَ الْحَدِيثَ إِلَى أَنْ قَالَ: " وَقَدْ رَأَيْتُ خَمْسِينَ أَوْ سَبْعِينَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ فِي مِثْلِ صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ". فَقَامَ رَجُلٌ فَقَالَ: ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: " اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ، أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ لَنْ تَسْأَلُونِي عَنْ شَيْءٍ حَتَّى أَنْزِلَ إِلَّا أَخْبَرْتُكُمْ بِهِ ". فَقَامَ رَجُلٌ فَقَالَ: مَنْ أَبِي؟ قَالَ: " أَبُوكَ فُلَانٌ " - لِلَّذِي كَانَ يُنْسَبُ إِلَيْهِ -». قُلْتُ: قِصَّةُ الْكُسُوفِ فِي الصَّحِيحِ.
رَوَاهُ أَحْمَدُ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ غَيْرَ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، وَهُوَ ثِقَةٌ.
অনুবাদঃ আসমা বিনত আবী বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। আমি মানুষের গুঞ্জন শুনলাম। তারা বলছিল, এটি (আল্লাহর) একটি নিদর্শন! আর আমরা সেদিন ‘ফারী’ নামক স্থানে ছিলাম। আমি যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর একটি পশমী চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম এবং আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন দাঁড়িয়ে সাহাবিদের নিয়ে সালাত আদায় করছিলেন। (বর্ণনাকারী হাদীসের বাকী অংশ উল্লেখ করে বললেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন): “আমি পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল রূপে পঞ্চাশ হাজার অথবা সত্তর হাজার মানুষকে জান্নাতে প্রবেশ করতে দেখেছি।” এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: আল্লাহর কাছে দু’আ করুন, তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: “হে আল্লাহ! তাকে তাদের অন্তর্ভুক্ত করুন। হে লোকেরা! আমি (এখান থেকে) নামার আগে তোমরা আমার কাছে যে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে তা জানিয়ে দেব।” তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: আমার পিতা কে? তিনি বললেন: “তোমার পিতা অমুক” — যার দিকে তাকে (প্রচলিতভাবে) সম্বন্ধ করা হতো।