الحديث


مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ





مجمع الزوائد (18696)


18696 - وَعَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ قَالَ: مَرِضَ ثَوْبَانُ بِحِمْصَ، وَعَلَيْهَا عَبْدُ اللَّهِ بْنُ قُرْطٍ الْأَزْدِيُّ، فَلَمْ يَعُدْهُ، فَدَخَلَ عَلَى ثَوْبَانَ رَجُلٌ مِنَ الْكَلَاعِيِّينَ عَائِدًا، فَقَالَ لَهُ ثَوْبَانُ: أَتَكْتُبُ؟ قَالَ: نَعَمْ. فَقَالَ: اكْتُبْ، فَكَتَبَ لِلْأَمِيرِ عَبْدِ اللَّهِ بْنِ قُرْطٍ: مِنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَّا بَعْدُ: فَلَوْ كَانَ لِمُوسَى وَعِيسَى - عَلَيْهِمَا السَّلَامُ - مَوْلًى بِحَضْرَتِكَ لَعُدْتُهُ. ثُمَّ طَوَى الْكِتَابَ وَقَالَ لَهُ: أَبْلِغْهُ إِيَّاهُ، قَالَ: نَعَمْ. فَانْطَلَقَ الرَّجُلُ بِكِتَابِهِ فَدَفَعَهُ إِلَى ابْنِ قُرْطٍ، فَلَمَّا قَرَأَهُ قَامَ فَزِعًا، فَقَالَ النَّاسُ: مَا لَهُ؟ أَحَدَثَ أَمْرٌ؟ فَأَتَى ثَوْبَانَ حَتَّى دَخَلَ عَلَيْهِ فَعَادَهُ، وَجَلَسَ عِنْدَهُ سَاعَةً، ثُمَّ قَامَ، فَأَخَذَ ثَوْبَانُ بِرِدَائِهِ، وَقَالَ: اجْلِسْ حَتَّى أُحَدِّثَكَ حَدِيثًا «سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَمِعْتُهُ يَقُولُ: " لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا لَا حِسَابَ عَلَيْهِمْ وَلَا عَذَابَ، مَعَ كُلِّ أَلْفٍ سَبْعُونَ أَلْفًا» ".
رَوَاهُ أَحْمَدُ، وَالطَّبَرَانِيُّ بِاخْتِصَارٍ.




অনুবাদঃ সাওবান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, শুরাইহ ইবনে উবাইদ (রহ.) বলেন: সাওবান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) হিমসে (শহরে) অসুস্থ হয়ে পড়লেন। সে সময় আব্দুল্লাহ ইবনে কুরত আল-আযদি সেখানে শাসনকর্তা ছিলেন। কিন্তু তিনি সাওবানকে দেখতে যাননি। অতঃপর আল-কালাঈনদের এক ব্যক্তি সাওবানের কাছে দেখতে আসলেন। তখন সাওবান তাকে বললেন: আপনি কি লিখতে পারেন? তিনি বললেন: হ্যাঁ। তিনি বললেন: লিখুন। লোকটি তখন আমির আব্দুল্লাহ ইবনে কুর্তের কাছে লিখলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুক্ত দাস সাওবানের পক্ষ থেকে— অতঃপর (জানাচ্ছি যে,) যদি মূসা ও ঈসা (‘আলাইহিমাস সালাম)-এর কোনো মুক্ত দাসও আপনার উপস্থিতিতে অসুস্থ হতো, তবে আমি তাকে দেখতে যেতাম। এরপর তিনি পত্রটি ভাঁজ করলেন এবং লোকটিকে বললেন: এটি তার কাছে পৌঁছে দিন। লোকটি বলল: হ্যাঁ। তখন লোকটি তার পত্র নিয়ে গেল এবং ইবনে কুর্তের হাতে তুলে দিল। যখন তিনি সেটি পড়লেন, তখন ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে গেলেন। লোকেরা জিজ্ঞেস করল: তার কী হলো? কোনো নতুন ঘটনা ঘটল নাকি? এরপর তিনি সাওবানের কাছে গেলেন, প্রবেশ করলেন এবং তাকে দেখতে আসলেন। তিনি তার কাছে এক ঘণ্টা বসে থাকলেন। এরপর যখন তিনি উঠে দাঁড়ালেন, সাওবান তার চাদর ধরে বললেন: বসুন, আমি আপনাকে এমন একটি হাদীস শোনাবো যা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শুনেছি। আমি তাকে বলতে শুনেছি: “আমার উম্মতের মধ্যে থেকে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে যাদের কোনো হিসাব হবে না এবং কোনো আযাবও হবে না। (আর) প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার (জান্নাতে প্রবেশ করবে)।”