مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18704 - وَعَنْ أَبِي أُمَامَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: «إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ قَامَتْ ثُلَّةٌ مِنَ النَّاسِ يَسُدُّونَ الْأُفُقَ، نُورُهُمْ كَالشَّمْسِ، فَيُقَالُ: النَّبِيُّ الْأُمِّيُّ فَيَتَحَسْحَسُ لَهَا كُلُّ نَبِيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، ثُمَّ تَقُومُ ثُلَّةٌ أُخْرَى تَسُدُّ مَا بَيْنَ الْأُفُقَيْنِ، نُورُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ". فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَيَتَحَسْحَسُ لَهَا كُلُّ نَبِيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، ثُمَّ تَقُومُ ثُلَّةٌ أُخْرَى تَسُدُّ مَا بَيْنَ الْأُفُقِ، نُورُهُمْ مِثْلُ كُلِّ كَوْكَبِ الشَّمْسِ، فَيُقَالُ: النَّبِيُّ الْأُمِّيُّ، فَيَتَحَسْحَسُ لَهَا كُلُّ نَبِيٍّ [فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتَهُ]، ثُمَّ يَحْثِي حَثْيَتَيْنِ فَيُقَالُ: هَذَا لَكَ يَا مُحَمَّدُ، وَهَذَا مِنِّي لَكَ يَا مُحَمَّدُ، ثُمَّ يُوضَعُ الْمِيزَانُ وَيُؤْخَذُ فِي
الْحِسَابِ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَرِجَالُهُ وُثِّقُوا.
অনুবাদঃ আবূ উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যখন কিয়ামত দিবস আসবে, তখন মানুষের একটি দল উঠবে যারা দিগন্ত ভরে দেবে। তাদের আলো হবে সূর্যের আলোর মতো। তখন বলা হবে: 'উম্মি নবী (নিরক্ষর নবী)'। তখন (আহ্বান শুনে) প্রত্যেক নবীই তার জন্য নড়াচড়া করবেন। তখন বলা হবে: 'মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর উম্মত।' অতঃপর অন্য একটি দল উঠবে যারা দুই দিগন্তের মধ্যবর্তী স্থান ভরে দেবে, তাদের আলো হবে পূর্ণিমার রাতের চাঁদের আলোর মতো। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: তখন (আহ্বান শুনে) প্রত্যেক নবীই তার জন্য নড়াচড়া করবেন। অতঃপর বলা হবে: 'মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর উম্মত।' অতঃপর অন্য একটি দল উঠবে যারা দিগন্তের মধ্যবর্তী স্থান ভরে দেবে, তাদের আলো হবে সূর্যের প্রতিটি তারকার (তীব্র উজ্জ্বল নক্ষত্রের) আলোর মতো। তখন বলা হবে: 'উম্মি নবী'। তখন প্রত্যেক নবীই তার জন্য নড়াচড়া করবেন। (অতঃপর বলা হবে: মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর উম্মত)। অতঃপর (আল্লাহ) দুই অঞ্জলি পূর্ণ করে দেবেন। তখন বলা হবে: 'হে মুহাম্মদ, এটি তোমার জন্য, আর এটি আমার পক্ষ থেকে তোমার জন্য, হে মুহাম্মদ।' অতঃপর মীযান (দাঁড়িপাল্লা) স্থাপন করা হবে এবং হিসাব-নিকাশ শুরু করা হবে।