مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18705 - وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: تَخْرُجُ يَوْمَ الْقِيَامَةِ ثُلَّةٌ غُرٌّ مُحَجَّلُونَ، فَتَسُدُّ الْأُفُقَ، نُورُهُمْ مِثْلُ نُورِ الشَّمْسِ، فَيُنَادِي مُنَادٍ: النَّبِيُّ الْأُمِّيُّ، فَيَتَحَشْحَشُ لَهَا كُلُّ نَبِيٍّ أُمِّيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، فَيَدْخُلُونَ الْجَنَّةَ لَيْسَ عَلَيْهِمْ حِسَابٌ وَلَا عَذَابٌ، ثُمَّ تَخْرُجُ ثُلَّةٌ أُخْرَى غُرًّا مُحَجَّلِينَ، نُورُهُمْ مِثْلُ نُورِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، فَتَسُدُّ الْأُفُقَ، فَيُنَادِي مُنَادٍ: النَّبِيُّ الْأُمِّيُّ، فَيَتَحَسْحَسُ لَهَا كُلُّ نَبِيٍّ أُمِّيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، فَيَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ، ثُمَّ تَخْرُجُ ثُلَّةٌ أُخْرَى [غَرٌّ مُحَجَّلُونَ] نُورُهُمْ مِثْلُ أَعْظَمِ كَوْكَبٍ فِي السَّمَاءِ، يَسُدُّ الْأُفُقَ نُورُهُمْ، فَيُنَادِي مُنَادٍ: النَّبِيُّ الْأُمِّيُّ، فَيَتَحَسْحَسُ لَهَا كُلُّ نَبِيٍّ أُمِّيٍّ، فَيُقَالُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ، فَيَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ، ثُمَّ يَجِيءُ رَبُّكَ - عَزَّ وَجَلَّ - ثُمَّ يُوضَعُ الْمِيزَانُ وَالْحِسَابُ.
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَرِجَالُهُ وُثِّقُوا عَلَى ضَعْفٍ فِيهِمْ.
অনুবাদঃ আবু উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, কিয়ামতের দিন একদল মানুষ বের হবে, যারা উজ্জ্বল ও দীপ্তিময় হবে (গুররুন মুহাজ্জালূন)। তারা দিগন্ত ঢেকে ফেলবে। তাদের আলো হবে সূর্যের আলোর মতো। তখন একজন ঘোষণাকারী আহ্বান করবেন: 'উম্মী (নিরক্ষর) নবী!' তখন প্রত্যেক উম্মী নবী সেদিকে মনোযোগ দেবেন। তখন বলা হবে: 'মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর উম্মত।' অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের জন্য কোনো হিসাব বা শাস্তি থাকবে না। এরপর আরেকটি দল বের হবে, যারা উজ্জ্বল ও দীপ্তিময় হবে। তাদের আলো পূর্ণিমার রাতের চাঁদের আলোর মতো হবে এবং তারা দিগন্ত ঢেকে ফেলবে। তখন একজন ঘোষণাকারী আহ্বান করবেন: 'উম্মী নবী!' তখন প্রত্যেক উম্মী নবী সেদিকে মনোযোগ দেবেন। তখন বলা হবে: 'মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর উম্মত।' অতঃপর তারা হিসাব ও শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এরপর আরও একটি দল বের হবে, যারা উজ্জ্বল ও দীপ্তিময় হবে। তাদের আলো আকাশের সবচেয়ে বড় তারকার আলোর মতো হবে। তাদের আলো দিগন্ত ঢেকে ফেলবে। তখন একজন ঘোষণাকারী আহ্বান করবেন: 'উম্মী নবী!' তখন প্রত্যেক উম্মী নবী সেদিকে মনোযোগ দেবেন। তখন বলা হবে: 'মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর উম্মত।' অতঃপর তারা হিসাব ও শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এরপর আপনার রব— পরাক্রমশালী ও মহিমান্বিত— আগমন করবেন। অতঃপর (অন্যান্যদের জন্য) স্থাপন করা হবে মীযান (দাঁড়িপাল্লা) ও হিসাব।