مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18709 - وَعَنْ أَبِي سَعْدٍ الْأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «إِنَّ رَبِّي وَعَدَنِي أَنْ يُدْخِلَ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعِينَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ، وَيَشْفَعُ كُلُّ أَلْفٍ لِسَبْعِينَ أَلْفًا، ثُمَّ يَحْثِي رَبِّي ثَلَاثَ حَثَيَاتٍ بِكَفَّيْهِ» ". قَالَ قَيْسٌ: فَقُلْتُ لِأَبِي سَعْدٍ: أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ بِأُذُنَيَّ، وَوَعَاهُ قَلْبِي. وَقَالَ أَبُو سَعِيدٍ: وَذَلِكَ إِنْ شَاءَ اللَّهُ يَسْتَوْعِبُ مُهَاجِرِي أُمَّتِهِ، وَيُوَفِّي اللَّهُ - عَزَّ وَجَلَّ - بَقِيَّتَهُ مِنْ أَعْرَابِنَا.
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ وَالْكَبِيرِ إِلَّا أَنَّهُ قَالَ فِي الْأَوْسَطِ: أَبُو سَعِيدٍ الْأَنْمَارِيُّ، وَرِجَالُهُ
ثِقَاتٌ.
অনুবাদঃ আবু সা'দ আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আর প্রত্যেক হাজার (ব্যক্তি) সত্তর হাজার লোকের জন্য সুপারিশ করবে। অতঃপর আমার রব তাঁর উভয় হাত দিয়ে তিন মুষ্টি (লোককে জান্নাতে) প্রদান করবেন।" কায়স বলেন, আমি আবু সা'দকে জিজ্ঞাসা করলাম: আপনি কি এটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট থেকে নিজ কানে শুনেছেন? তিনি বললেন: হ্যাঁ, আমার দু'কান দিয়ে শুনেছি এবং আমার হৃদয় তা ভালোভাবে মনে রেখেছে। আবু সাঈদ (অন্য রাবী) বলেন: আল্লাহ চাহেন তো এটি (এই সংখ্যা) তাঁর উম্মতের মুহাজিরদের সবাইকে অন্তর্ভুক্ত করবে। আর আল্লাহ তা‘আলা অবশিষ্ট সংখ্যা আমাদের বেদুঈনদের মধ্য থেকে পূর্ণ করবেন।