مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18712 - وَعَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «أُعْطِيتُ سَبْعِينَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ، وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَقُلُوبُهُمْ عَلَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، فَاسْتَزَدْتُ رَبِّي - عَزَّ وَجَلَّ - فَزَادَنِي مَعَ كُلِّ وَاحِدٍ سَبْعِينَ أَلْفًا» ". قَالَ أَبُو بَكْرٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ -: فَرَأَيْتُ أَنَّ ذَلِكَ يَأْتِي عَلَى أَهْلِ الْقُرَى، وَيُصِيبُ مِنْ حَافَّاتٍ الْبَوَادِي.
رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو يَعْلَى، وَفِيهِمَا الْمَسْعُودِيُّ وَقَدِ اخْتَلَطَ وَتَابِعِيُّهُ لَمْ يُسَمَّ، وَبَقِيَّةُ رِجَالِ أَحْمَدَ رِجَالُ الصَّحِيحِ.
অনুবাদঃ আবূ বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমাকে সত্তর হাজার লোক দেওয়া হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো, আর তাদের অন্তর হবে একজন মানুষের হৃদয়ের মতো (ঐক্যবদ্ধ)। অতঃপর আমি আমার রব, মহাপ্রতাপশালী ও মহামহিম আল্লাহর কাছে আরো বৃদ্ধির আবেদন জানালাম, ফলে তিনি প্রতিজনের সাথে সত্তর হাজার করে আমাকে বাড়িয়ে দিলেন।" আবূ বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, আমি মনে করি যে এই সংখ্যাটি শহরবাসীদের উপরও প্রযোজ্য হবে এবং মরু অঞ্চলের প্রান্তের লোকদেরকেও অন্তর্ভুক্ত করবে।