مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18711 - وَعَنْ عَامِرِ بْنِ عُمَيْرٍ قَالَ: «لَبِثَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ثَلَاثًا لَا يَخْرُجُ إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ، فَقِيلَ لَهُ فِي ذَلِكَ، فَقَالَ: " إِنِّي وَجَدْتُ رَبِّي مَاجِدًا كَرِيمًا، أَعْطَانِي مَعَ كُلِّ وَاحِدٍ مِنَ السَّبْعِينَ الْأَلْفِ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ سَبْعِينَ أَلْفًا، فَقُلْتُ: إِنَّ أُمَّتِي لَا تَبْلُغُ هَذَا أَوْ تُكْمِلُ هَذَا، فَقَالَ: أُكْمِلُهُمْ لَكَ مِنَ الْأَعْرَابِ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ غَيْرَ شَيْخِ الطَّبَرَانِيِّ، وَاضْطَرَبَ فِي اسْمِ صَحَابِيِّهِ فَقِيلَ: عَمْرُو بْنُ عُمَيْرٍ، وَقِيلَ: عُمَيْرُ بْنُ عَمْرٍو، وَقِيلَ: عُمَارَةُ بْنُ عُمَيْرٍ، وَقِيلَ: عَمْرُو بْنُ حَزْمٍ، وَقِيلَ: عَمْرُو بْنُ بِلَالٍ.
অনুবাদঃ 'আমির ইবন উমাইর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিন দিন পর্যন্ত কোনো ফরয সালাতের জন্য বাইরে বের হলেন না। তখন এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেন: 'আমি আমার প্রতিপালককে মহিমান্বিত এবং পরম দয়ালু হিসেবে পেয়েছি। তিনি আমাকে সত্তর হাজার এমন ব্যক্তির সাথে আরও সত্তর হাজার করে দিয়েছেন, যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তখন আমি বললাম: 'আমার উম্মত এত সংখ্যায় পৌঁছতে পারবে না' অথবা 'এটি পূর্ণ করতে পারবে না'। তিনি বললেন: 'আমি তোমার জন্য আরব বেদুইনদের (গ্রামীণ/মরুচারীদের) মধ্য থেকে তাদের (সংখ্যা) পূর্ণ করে দেব।'