مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18714 - وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «إِذَا وَقَفَ الْعِبَادُ لِلْحِسَابِ جَاءَ قَوْمٌ وَاضِعِي سُيُوفِهِمْ عَلَى رِقَابِهِمْ تَقْطُرُ دَمًا، فَازْدَحَمُوا عَلَى بَابِ الْجَنَّةِ، فَقِيلَ: مَنْ هَؤُلَاءِ؟ قِيلَ: الشُّهَدَاءُ كَانُوا أَحْيَاءً مُرْزَقِينَ، ثُمَّ نَادَى مُنَادٍ: لِيَقُمْ مَنْ أَجْرُهُ عَلَى اللَّهِ فَلْيَدْخُلِ [الْجَنَّةَ، ثُمَّ نَادَى الثَّالِثَةَ: لِيَقُمْ مَنْ أَجْرُهُ عَلَى اللَّهِ فَلْيَدْخُلِ الْجَنَّةَ، قَالَ: وَمَنْ ذَا الَّذِي أَجْرُهُ عَلَى اللَّهِ فَلْيَدْخُلِ] الْجَنَّةَ، فَقَامَ كَذَا وَكَذَا أَلْفًا فَدَخَلُوهَا بِغَيْرِ حِسَابٍ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَرِجَالُهُ وُثِّقُوا عَلَى ضَعْفٍ يَسِيرٍ فِي بَعْضِهِمْ. قُلْتُ: وَقَدْ تَقَدَّمَ حَدِيثُ حُذَيْفَةَ وَغَيْرِهِ فِي فَضْلِ الْأُمَّةِ فِي أَوَاخِرِ كِتَابِ الْمَنَاقِبِ.
অনুবাদঃ আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যখন বান্দাদেরকে হিসাবের জন্য দাঁড় করানো হবে, তখন একদল লোক আসবে যাদের তরবারিগুলো তাদের ঘাড়ের উপর থাকবে এবং তা থেকে রক্ত ঝরতে থাকবে। অতঃপর তারা জান্নাতের দরজায় ভিড় করবে। তখন বলা হবে: এরা কারা? বলা হবে: এরা হলো শহীদগণ। তারা ছিল জীবিত এবং জীবিকাপ্রাপ্ত। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দেবেন: যার প্রতিদান আল্লাহর উপর, সে যেন দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে। অতঃপর সে তৃতীয়বার ঘোষণা দেবেন: যার প্রতিদান আল্লাহর উপর, সে যেন দাঁড়ায় এবং জান্নাতে প্রবেশ করে। তিনি বললেন: কে সেই ব্যক্তি যার প্রতিদান আল্লাহর উপর, সে যেন জান্নাতে প্রবেশ করে! ফলে এত এত হাজার লোক দাঁড়াবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।"