مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18715 - عَنْ أَبِي بَكْرٍ - يَعْنِي الصِّدِّيقَ - عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلَّمَ قَالَ: لَا يَدْخُلُ الْجَنَّةَ بَخِيلٌ، وَلَا خِبٌّ، وَلَا خَائِنٌ، وَلَا سَيِّئُ الْمَلَكَةِ، وَأَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ الْمَمْلُوكُونَ إِذَا أَحْسَنُوا فِيمَا بَيْنَهُمْ وَبَيْنَ اللَّهِ - عَزَّ وَجَلَّ - وَفِيمَا بَيْنَهُمْ وَبَيْنَ مَوَالِيهِمْ، فَذَكَرَ الْحَدِيثَ. قُلْتُ: رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ بِاخْتِصَارٍ.
رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو يَعْلَى، وَقَدْ حَسَّنَهُ التِّرْمِذِيُّ بِهَذَا الْإِسْنَادِ.
অনুবাদঃ আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কৃপণ, ধূর্ত (প্রতারক), খেয়ানতকারী এবং যে ব্যক্তি তার অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর সর্বপ্রথম যারা জান্নাতের দরজায় কড়া নাড়বে তারা হলো সেইসব ক্রীতদাস বা অধীনস্থেরা, যারা নিজেদের ও মহান আল্লাহ আযযা ওয়া জাল্লার মাঝে এবং নিজেদের ও তাদের মনিবদের মাঝে (কর্তব্য পালনে) উত্তম আচরণ করেছে। তারপর তিনি অবশিষ্ট হাদীসটি উল্লেখ করেন।