مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18730 - وَعَنْ عُقْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ قَالَ: «كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَجَاءَ أَعْرَابِيٌّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَسْمَعُكَ تَذْكُرُ فِي الْجَنَّةِ شَجَرَةً لَا أَعْلَمُ أَكْثَرَ شَوْكًا مِنْهَا - يَعْنِي الطَّلْحَ -. فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " يَجْعَلُ مَكَانَ كُلِّ شَوْكَةٍ مِنْهَا خَصْوَةَ التَّيْسِ الْمَلْبُودِ - يَعْنِي الْخَصِيَّ - مِنْهَا سَبْعُونَ لَوْنًا مِنَ الطَّعَامِ، لَا يُشْبِهُ لَوْنٌ آخَرَ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
অনুবাদঃ উকবাহ ইবনু আবদ আস-সুলামী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে বসে ছিলাম। তখন এক বেদুইন এসে বলল, "হে আল্লাহর রাসূল! আমি আপনাকে জান্নাতের এমন একটি বৃক্ষের কথা বলতে শুনি, যার চেয়ে কাঁটাযুক্ত আর কোনো গাছ আছে বলে আমার জানা নেই—অর্থাৎ তালহা গাছ।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তার প্রতিটি কাঁটার স্থলে একটি করে সুকোমল ফল থাকবে, (যা এত কোমল হবে যেন) নপুংসক ছাগলের ফলের মতো। তা থেকে সত্তর প্রকারের খাদ্য (ফল) বের হবে, যার একটি রং অন্যটির সাথে সাদৃশ্যপূর্ণ হবে না।"