مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
مجمع الزوائد (18731)
18731 - وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «إِنَّ الرَّجُلَ إِذَا نَزَعَ ثَمَرَةً مِنَ الْجَنَّةِ عَادَتْ مَكَانَهَا أُخْرَى» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَالْبَزَّارُ إِلَّا أَنَّهُ قَالَ: عِيدَ فِي مَكَانِهَا مِثْلَاهَا، وَرِجَالُ الطَّبَرَانِيِّ وَأَحَدُ إِسْنَادَيِ الْبَزَّارِ ثِقَاتٌ.
অনুবাদঃ সাওবান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই কোনো ব্যক্তি যখন জান্নাতের কোনো ফল ছিঁড়ে নেয়, তখন তার স্থানে আরেকটি ফল ফিরে আসে।" হাদীসটি তাবারানী এবং বায্যার বর্ণনা করেছেন। তবে বায্যারের বর্ণনায় রয়েছে: তার স্থানে তার মতো দ্বিগুণ (ফল) ফিরিয়ে আনা হয়। আর তাবারানীর রাবীগণ এবং বায্যারের দুটি সনদের মধ্যে একটির রাবীগণ বিশ্বস্ত।