مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18759 - وَعَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " «مَا مِنْ عَبْدٍ يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا وَعِنْدَ رَأْسِهِ وَعِنْدَ رِجْلَيْهِ ثِنْتَانِ مِنَ الْحُورِ الْعِينِ، يُغَنِّيَانِ بِأَحْسَنِ صَوْتٍ سَمِعَهُ الْإِنْسُ وَالْجِنُّ، وَلَيْسَ بِمَزَامِيرِ الشَّيْطَانِ، وَلَكِنْ بِتَحْمِيدِ اللَّهِ وَتَقْدِيسِهِ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ مَنْ لَمْ أَعْرِفْهُمْ.
অনুবাদঃ আবু উমামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যে কোনো বান্দা জান্নাতে প্রবেশ করবে, তার মাথার কাছে এবং পায়ের কাছে আয়াতনয়না হুরদের মধ্য হতে দুজন থাকবে, যারা এমন সুন্দর কণ্ঠে গান গাইবে যা মানুষ বা জিন কখনও শোনেনি। তবে তা শয়তানের বাদ্যযন্ত্রের মাধ্যমে নয়, বরং আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণার (তাহমিদ ও তাকদিস) মাধ্যমে।"