مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18769 - عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَأَبِي هُرَيْرَةَ قَالَا: «سُئِلَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ قَوْلِهِ تَعَالَى: " {وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ} [التوبة: 72] " قَالَ: " قَصْرٌ فِي الْجَنَّةِ مِنْ لُؤْلُؤَةٍ، فِيهَا سَبْعُونَ دَارًا مِنْ يَاقُوتَةٍ حَمْرَاءَ، فِي كُلِّ دَارٍ سَبْعُونَ بَيْتًا مِنْ زُمُرُّدَةٍ خَضْرَاءَ، فِي كُلِّ بَيْتٍ سَبْعُونَ سَرِيرًا، عَلَى كُلِّ سَرِيرٍ سَبْعُونَ فِرَاشًا مِنْ كُلِّ لَوْنٍ، عَلَى كُلِّ فِرَاشٍ امْرَأَةٌ، فِي كُلِّ بَيْتٍ سَبْعُونَ مَائِدَةً، عَلَى كُلِّ مَائِدَةٍ سَبْعُونَ لَوْنًا مِنْ طَعَامٍ، فِي كُلِّ بَيْتٍ سَبْعُونَ وَصِيفًا وَوَصِيفَةً، يُعْطَى الْمُؤْمِنُ مِنَ الْقُوَّةِ مَا يَأْتِي عَلَى ذَلِكَ كُلِّهِ فِي غَدَاةٍ وَاحِدَةٍ» ".
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَفِيهِ جِسْرُ بْنُ فَرْقَدٍ، وَهُوَ ضَعِيفٌ.
অনুবাদঃ ইমরান ইবন হুসাইন ও আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁরা বললেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আল্লাহর বাণী, "আর চিরস্থায়ী জান্নাতে পবিত্র বাসস্থান" [সূরা তাওবা: ৭২] সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন: (তা হলো) জান্নাতের একটি প্রাসাদ, যা একটি মুক্তা দ্বারা তৈরি। তার মধ্যে রয়েছে লাল ইয়াকুত পাথরের সত্তরটি ঘর, প্রত্যেক ঘরে রয়েছে সবুজ পান্না পাথরের সত্তরটি কক্ষ, প্রত্যেক কক্ষে রয়েছে সত্তরটি পালঙ্ক, প্রত্যেক পালঙ্কে রয়েছে নানা রঙের সত্তরটি বিছানা, প্রত্যেক বিছানায় রয়েছে একজন করে স্ত্রী (হুর), প্রত্যেক কক্ষে রয়েছে সত্তরটি খাদ্য টেবিল, প্রত্যেক টেবিলে রয়েছে সত্তর প্রকারের খাদ্য, প্রত্যেক কক্ষে রয়েছে সত্তর জন বালক খাদেম ও বালিকা খাদেমা। এবং মুমিনকে এমন শক্তি প্রদান করা হবে যার মাধ্যমে সে এক সকালের মধ্যেই এই সব কিছুর কাছে পৌঁছাতে সক্ষম হবে।