مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18770 - عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ اشْتَاقُوا إِلَى الْإِخْوَانِ، فَيَجِيءُ سَرِيرُ هَذَا حَتَّى يُحَاذِيَ سَرِيرَ هَذَا، لِيَتَحَدَّثَانِ فَيَبْكِي هَذَا، وَيَبْكِي هَذَا، فَيَتَحَدَّثَانِ بِمَا كَانَا فِيهِ فِي الدُّنْيَا، فَيَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: يَا فُلَانُ، أَتَدْرِي أَيَّ يَوْمٍ غَفَرَ اللَّهُ لَنَا؟ يَوْمَ كُنَّا فِي مَوْضِعِ كَذَا وَكَذَا، فَدَعَوْنَا فَغَفَرَ اللَّهُ لَنَا» ".
رَوَاهُ الْبَزَّارُ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ غَيْرَ سَعِيدِ بْنِ دِينَارٍ، وَالرَّبِيعِ بْنِ صُبَيْحٍ، وَهُمَا ضَعِيفَانِ، وَقَدْ وُثِّقَا.
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তারা তাদের ভাইদের (বন্ধুদের) জন্য ব্যাকুল হবে। অতঃপর এদের একজনের পালঙ্ক আরেকজনের পালঙ্কের কাছে আসবে, যাতে তারা পরস্পর কথোপকথন করতে পারে। এরপর এ কাঁদবে এবং সেও কাঁদবে। তারা উভয়ে পৃথিবীতে তারা কীসের মধ্যে ছিল, সে বিষয়ে আলোচনা করবে। তখন তাদের একজন তার সঙ্গীকে বলবে: 'হে অমুক! তুমি কি জানো, কোন দিন আল্লাহ আমাদের ক্ষমা করেছিলেন?' (অন্যজন উত্তরে বলবে:) 'তা ছিল সেই দিন, যখন আমরা অমুক অমুক স্থানে ছিলাম, অতঃপর আমরা দু'আ করেছিলাম এবং আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছিলেন।' "