مجمع الزوائد
Majmauz-Zawaid
মাজমাউয-যাওয়াইদ
18774 - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «إِنَّ الْمُتَحَابِّينَ فِي اللَّهِ لَتُرَى غُرَفُهُمْ فِي الْجَنَّةِ كَالْكَوْكَبِ الطَّالِعِ الشَّرْقِيِّ أَوِ الْغَرْبِيِّ، فَيُقَالُ: مَنْ هَؤُلَاءِ؟ فَيُقَالُ: هَؤُلَاءِ الْمُتَحَابُّونَ فِي اللَّهِ - عَزَّ وَجَلَّ -» ".
رَوَاهُ أَحْمَدُ، وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ.
وَقَدْ تَقَدَّمَ فِي كِتَابِ الْأَذْكَارِ.
অনুবাদঃ আবূ সাঈদ খুদরী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, জান্নাতে তাদের কক্ষসমূহ উদীয়মান পূর্ব বা পশ্চিমের তারকার মতো দেখা যাবে। তখন জিজ্ঞাসা করা হবে: এরা কারা? বলা হবে: এরাই তারা, যারা আল্লাহ আযযা ওয়া জাল্লার জন্য একে অপরকে ভালোবাসতো।